বেগুনবাড়ী ইউনিয়ন

১৯নং বেগুনবাড়ী ইউনিয়ন বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও সদর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[1]

বেগুনবাড়ী ইউনিয়ন
ইউনিয়ন
১৯নং বেগুনবাড়ী ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাঠাকুরগাঁও জেলা
উপজেলাঠাকুরগাঁও সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রতিষ্ঠা১৬/০৯/১৯৬১ ইং
আয়তন
  মোট১৪.০৫ বর্গকিমি (৫.৪২ বর্গমাইল)
জনসংখ্যা
  মোট২৪,১৭০
  জনঘনত্ব১,৭০০/বর্গকিমি (৪,৫০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৭৫%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

নামকরণ

বেগুনবাড়ী মৌজার নামানুসারে এ ইউনিয়নের নাম রাখা হয় বেগুনবাড়ী ইউনিয়ন। কথিত আছে এ গ্রামে বেগুন উৎপাদন বেশি হতো বলে এ নাম রাখা হয়।

প্রশাসনিক উপাত্ত

এই ইউনিয়টির মৌজা-৭টি এবং ৭টি গ্রামের সমন্বয়ে গঠিত। তন্মধ্যে-

  1. ভোপলা
  2. বান্দিগড়- ১
  3. বান্দিগড়-২
  4. বশভাঙ্গা
  5. সৈয়দপুর- ১
  6. সৈয়দপুর- ২
  7. পূর্ব বেগুনবাড়ী
  8. পাইকপাড়া
  9. পশ্চিম বেগুনবাড়ী । [2]

শিক্ষাব্যবস্থা

  • সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১৪টি,
  • উচ্চ বিদ্যালয়ঃ ০৫ টি,
  • মাদ্রাসা- ০৪ টি।[2]

অর্থনীতি

বিভিন্ন জাতের ধান, পাট,গম, আলু,ভুট্টা,ইত্যাদি।

যোগাযোগ ব্যবস্থা

উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – ভটভটি/রিক্সা/নছিমন/ভ্যান।[2]

দর্শনীয় ও গুরুত্বপূর্ণ স্থাপনা

ঐতিহ্যবাহী ঝাপড়তলী ঈদগাঁও মাঠ।

বিবিধ

  • মসজিদঃ ৪১
  • মন্দিরঃ ২৯ টি
  • ঈদগাহ- ১১ টি
  • হাট ও বাজারঃ ৭টি-১। দানারহাট, ২। বেগুবাড়ী চৌধুরী হাট, ৩। বালিয়ার হাট, ৪। শালের হাট, ৫। খেকিডাঙ্গী হাট।
  • এনজিও-৫টি।
  • কবরস্থান-১২টি
  • ক্রীড়া সংগঠন-১টি
  • সাংস্কৃতিক সংগঠন-১টি
  • পেশাজীবি সংগঠন-১টি।[2]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. উপজেলা, ঠাকুরগাঁও সদর (২ আগস্ট ২০২১)। "ঠাকুরগাঁও সদর উপজেলা"ঠাকুরগাঁও সদর উপজেলা। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২১
  2. ইউনিয়ন, বেগুনবাড়ী (২ আগস্ট ২০২১)। "বেগুনবাড়ী ইউনিয়ন"বেগুনবাড়ী ইউনিয়ন। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২১

টেমপ্লেট:ঠাকুরগাঁও বিষয়ক

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.