বৃহস্পতি ৫২
বৃহস্পতি ৫২ (Jupiter LII) হল বৃহস্পতি গ্রহের একটি প্রাকৃতিক উপগ্রহ। এটি আগে এস/২০১০ জে ২ নামে পরিচিত ছিল। ২০১০ সালে ক্রিস্টিয়ান ভেইলেট এই উপগ্রহটি আবিষ্কার করেন।[1][2] ২০১৫ সালের মার্চ মাসে এটি স্থায়ী সংখ্যা দ্বারা চিহ্নিত হয়।[3] বৃহস্পতিকে একবার প্রদক্ষিণ করতে এই উপগ্রহটির সময় লাগে ১.৬৯ বছর। গ্রহটির থেকে এটির গড় দূরত্ব ২১.০১ মিলিয়ন কিলোমিটার। বৃহস্পতির ব্যাস প্রায় ১ কিলোমিটার এবং ২০১০ সালে এটিকে পৃথিবী থেকে আবিষ্কৃত ক্ষুদ্রতম প্রাকৃতিক উপগ্রহের স্বীকৃতি দেওয়া হয়।[4] এই উপগ্রহটি অ্যানানকি গোষ্ঠীর অন্তর্গত।
আবিষ্কার | |
---|---|
আবিষ্কারক | ক্রিস্টিয়ান ভেইলেট |
আবিষ্কারের তারিখ | ৮ সেপ্টেম্বর, ২০১০ |
বিবরণ | |
বিকল্প নামসমূহ | এস/২০১০ জে ২ |
কক্ষপথের বৈশিষ্ট্য | |
কক্ষপথের গড় ব্যাসার্ধ | ২০,৩০৭,১৫০ কিলোমিটার |
উৎকেন্দ্রিকতা | ০.৩০৭ |
কক্ষীয় পর্যায়কাল | ৫৮৮.৮২ দিন |
নতি | ১৫০.৪° |
যার উপগ্রহ | বৃহস্পতি |
![](../I/2010_J_2_CFHT_discovery_full.gif)
বৃহস্পতির চাঁদ এস/২০১০ জে ২ আবিষ্কারের চিত্রের অ্যানিমেশন
তথ্যসূত্র
- MPEC 2011-L06: S/2010 J 1 and S/2010 J 2 June 1, 2011 (discovery)
- Scott S. Sheppard। "Jupiter's Known Satellites"। ১৮ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৯।
- CBET "4075: 20150307: Satellites of Jupiter", March 7, 2015.
- "Jupiter's Smallest Known Moon Unveiled"। Space.com। ২০১০-০৬-১২। সংগ্রহের তারিখ ২০১৪-১২-১১।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.