বুঢ়াগোহাঁই

বুঢ়াগোহাঁই বা চাও থাও লৌঙ আহোম সাম্রাজ্যের দ্বিতীয় পরামর্শদাতা রাজমন্ত্রী[1]। তাঁকে আহোম চাওফাই চাওফা হবার অযোগ্য সাতঘরীয়া ফৈদের আহোম পরিবার থেকে নির্বাচিত করতেন। অন্য পরামর্শদাতা রাজমন্ত্রী ছিলেন বুঢ়াগোহাঁই[1]। পরে তাঁদের উত্তরপুরুষগণ এটিকে একটা পদবী ও ফৈদ হিসাবে ব্যবহার করে। চাওলুং চুকাফার সময় থেকে এই পদবী তথা ফৈদ চলে আদছে। চাও থাও লৌঙ দিখৌ নদীর দক্ষিণ অংশ থেকে কলিয়াবর পর্যন্ত দেখাশুনা করতেন। আজকাল চাও থাও লৌঙের বংশধরগণকে ফৈদের নাম উপাধি হিসাবে ব্যবহার করতে দেখা যায়।

চাও থাও লৌঙের তালিকা

  • থাও মৌঙ কাং ঙান
  • তা-ফি-খুন
  • ত্যা-তান-বিন
  • ফ্রা-চেং-থাও-মৌঙ
  • কলি খাম
  • টন খাম থাও লৌঙ
  • খাম চ্যেন থাও লৌঙ
  • খাম পেত থাও লৌঙ
  • গুই মেলা থাও লৌঙ
  • পিলিং থাও লৌঙ
  • লেচাই থাও লৌঙ
  • বান রোকিয়া থাও লৌঙ
  • চেং মুন থাও লৌঙ
  • লা লুক থাও লৌঙ
  • জা বাং থাও লৌঙ
  • মাদুরিয়াল লাই থেপেনা থাও লৌঙ
  • কামালকান্ত থাও লৌঙ
  • হরিনাথ থাও লৌঙ
  • থানুনাথ থাও লৌঙ
  • দিহিঙ্গীয়া খাম চ্যাং থাও লৌঙ
  • খাম চেং থাও লৌঙ
  • নুমলী থাও লৌঙ
  • মাদুরিয়াল বরজনা থাও লৌঙ
  • বাইলুং থাও লৌঙ
  • মাদুরিয়াল বিষ্ণুনারায়ণ থাও লৌঙ
  • মাদুরিয়াল নির্ভয়নারায়ণ থাও লৌঙ
  • গঙ্গারাম থাও লৌঙ
  • নরহরি থাও লৌঙ

তথ্যসূত্র

  1. গেইট, এডওয়ার্ড (১৯০৫) History of Assam (অসমের ইতিহাস), কলকাতা
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.