বুড়িশ্চর জিয়াউল উলুম ফাজিল মাদ্রাসা

বুড়িশ্চর জিয়াউল উলুম ফাজিল মাদ্রাসা বাংলাদেশের চট্টগ্রাম জেলার একটি উল্লেখযোগ্য আলিয়া মাদ্রাসা। মাদ্রাসাটি ফলাফলের দিক থেকে হাটহাজারী উপজেলায় অন্যতম শ্রেষ্ঠ মাদ্রাসা।[1][2] মাদ্রাসাটি হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নে অবস্থিত।[3] এটি ১৯৫৬ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়।[3]

বুড়িশ্চর জিয়াউল উলুম ফাজিল মাদ্রাসা
অবস্থান

তথ্য
ধরনফাজিল মাদ্রাসা
প্রতিষ্ঠাকাল১৯৫৬
অধ্যক্ষসৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিন
শিক্ষার্থী সংখ্যা১২০০+

ইতিহাস

১৯৫৬ সালে হাটহাজারী উপজেলায় ইসলামী শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয় করার লক্ষ্যে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করা হয়। খুব দ্রুতই মাদ্রাসাটি ফাজিল শ্রেণীর অনুমতি পায়। ২০০৬ সালে মাদ্রাসাটি ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার অধীনে ফাজিল পরীক্ষায় অংশগ্রহণ করে। এবং ২০১৬ সালে মাদ্রাসাটি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়।

শিক্ষা ব্যবস্থা

মাদ্রাসা পরিচালনার জন্য জনাব মোহাম্মদ মোয়াজ্জম হোসেনকে সভাপতি করে ১৩ জন বিশিষ্ট একটি পরিচালনা পরিষদ রয়েছে।[3] মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিন।[3] মাদ্রাসার মূল ভবনটি একটি ত্রিতল ভবন। মাদ্রাসার সামনে একটি খেলার মাঠ রয়েছে।[3] এছাড়াও মাদ্রাসায় সক্রিয় স্কাউট দল রয়েছে।[4]

এ প্রতিষ্ঠানে সহ-শিক্ষা ব্যবস্থা রয়েছে। এ প্রতিষ্ঠানে ফাজিল (ডিগ্রী) পর্যায় পর্যন্ত শিক্ষালাভের সুযোগ রয়েছে। বর্তমানে ১২ শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত আছে।[3] ২০১৯ সালে মাদ্রাসার পাশের হার ছিলো ১০০%।[3]

আরো দেখুন

তথ্যসূত্র

  1. "সাফল্যের ধারাবাহিকতায় বুড়িশ্চর মাদ্রাসা"দৈনিক আজাদী। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২১
  2. "বুড়িশ্চর জিয়াউল উলুম মাদ্রাসায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহাম্মদ আহসান উল্লাহ"Chattogram Daily। ২০২০-০১-০১। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২২
  3. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৩ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১৭
  4. "বাংলাদেশ স্কাউটস | বাংলাদেশ স্কাউটস অনলাইন ডিজিটাল রেকর্ড এবং স্কাউট সার্ভিস সিস্টেম"service.scouts.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২২

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.