বুড়িমারী কমিউটার

বুড়িমারী কমিউটার (ট্রেন নং ৬৫−৬৬৭১−৭২) বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত বাংলাদেশের একটি কমিউটার ট্রেন। এটি লালমনিরহাটের লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে বুড়িমারী রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করে।[1][2]

বুড়িমারী কমিউটার
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনকমিউটার
অবস্থাবন্ধ
বর্তমান পরিচালকবাংলাদেশ রেলওয়ে
যাত্রাপথ
শুরুলালমনিরহাট রেলওয়ে স্টেশন
বিরতি১২টি
শেষবুড়িমারী রেলওয়ে স্টেশন
পরিষেবার হারদৈনিক
রেল নং৬৫−৬৬ ও ৭১−৭২
ব্যবহৃত লাইনবুড়িমারী-লালমনিরহাট-পার্বতীপুর
যাত্রাপথের সেবা
আসন বিন্যাসআছে
ঘুমানোর ব্যবস্থানেই
অটোরেক ব্যবস্থানেই
খাদ্য সুবিধানেই
মালপত্রের সুবিধাওভারহেড রেক
কারিগরি
ট্র্যাক গেজ১,০০০ মিলিমিটার ( ফুট   ইঞ্চি)
ট্র্যাকের মালিকবাংলাদেশ রেলওয়ে

লালমনিরহাট−বুড়িমারী রুটে এই ট্রেনের পাশাপাশি ৪৫৫−৪৫৬ লোকাল চলাচল করে। ট্রেনটি লালমনিরহাট রেল বিভাগের আওতাধীন। ট্রেনটি করোনাভাইরাসের মহামারীর কারণে বন্ধ রয়েছে।

সময়সূচী

নং উৎস প্রস্থান গন্তব্য প্রবেশ
৬৫ লালমনিরহাট ? বুড়িমারী ?
৬৬ বুড়িমারী ? লালমনিরহাট ?
৭১ লালমনিরহাট ? বুড়িমারী ?
৭২ বুড়িমারী ১৮:২০ লালমনিরহাট ২১:০০

যাত্রাবিরতি

রোলিং স্টক

এটি লালমনি কমিউটারদিনাজপুর কমিউটারের সাথে রেক শেয়ার করে চলে।

৬৪ ডাউন লালমনি কমিউটার লালমনিরহাট পৌঁছলে তা ৬৫−৬৬ বুড়িমারী কমিউটার হয়ে লালমনিরহাট−বুড়িমারী−লালমনিরহাট রুটে চলাচল করে। পরে তা লালমনিরহাট পৌঁছলে আবার ৬৩ আপ লালমনি কমিউটার হয়ে পার্বতীপুর পর্যন্ত চলাচল করে।

অপরদিকে, ৬২ ডাউন দিনাজপুর কমিউটার লালমনিরহাট পৌঁছলে তা ৭১−৭২ বুড়িমারী কমিউটার হয়ে লালমনিরহাট−বুড়িমারী−লালমনিরহাট রুটে চলাচল করে। পরে তা লালমনিরহাট পৌঁছলে আবার ৬১ আপ দিনাজপুর কমিউটার হয়ে বিরল পর্যন্ত চলাচল করে।

অপর দিকে  ৪৫৫-৪৫৬ নং লোকাল ট্রেনটি প্রতিদিন ৬.৩০ ঘটিকায় বুড়িমারী থেকে ছেড়ে ৬.৪৫ পাটগ্রাম ৯.৪০ লালমনিরহাট ও ১০.৪৫ ঘটিকায় রংপুর পৌঁছে।[1]

তথ্যসূত্র

  1. "লালমনিরহাট-বুড়িমারী রেলপথে ট্রেন চলাচল বন্ধ"সিসি নিউজ। ২০১৪-০৫-১৭। সংগ্রহের তারিখ ২০২০-০২-০৪
  2. রিপোর্টার, স্টাফ (২০১৯-০৩-১৪)। "লালমনিরহাট ট্রেনের সময়সূচি, ট্রেন ছাড়া ও পৌছানোর সময় | MorningRinger"। সংগ্রহের তারিখ ২০২০-০২-০৪
  3. "ভোটমারী-বুড়িমারী পথে দুই সপ্তাহ পর ট্রেন চলাচল শুরু"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৭
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.