বুড়িমারী ইউনিয়ন

বুড়িমারী ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার একটি ইউনিয়ন। এ ইউনিয়নের ভৌগোলিক পরিচিতি কোড (জিও কোড) হল ৫৫.৫২.৭০.১৫।[2]

বুড়িমারী
ইউনিয়ন
ডাকনাম: বুড়িমারী ইউপি
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলালালমনিরহাট জেলা
উপজেলাপাটগ্রাম উপজেলা
আসনলালমনিরহাট-১
সরকার
  চেয়ারম্যানতাহাজুল ইসলাম মিঠু (বাংলাদেশ আওয়ামী লীগ)
আয়তন[1]
  মোট২৫.৮১ বর্গকিমি (৯.৯৭ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুসারে)[1]
  মোট২৪,৭১৯
  জনঘনত্ব৯৬০/বর্গকিমি (২,৫০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৪৪.৬%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

ভৌগোলিক অবস্থান ও আয়তন

পাটগ্রাম উপজেলা সদর হতে উত্তর দিকে অবস্থিত এ ইউনিয়নের মোট আয়তন ৬৩৭৬ একর বা ২৫.৮১ বর্গকিলোমিটার।

প্রশাসনিক এলাকা

বুড়িমারী ইউনিয়ন মৌজা/গ্রাম নিয়ে গঠিত। মৌজা সমুহ ৯টি প্রশাসনিক ওয়ার্ডে বিভক্ত। গ্রামসমূহ হল — ১।বুড়িমারী (ওয়ার্ড নং১,২,৩) ২।বামনদল (ওয়ার্ড নং ৫,৬) ৩।উফারমারা (ওয়ার্ড নং ৪,৭,৮,৯)।

জনসংখ্যা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বুড়িমারী ইউনিয়নের মোট জনসংখ্যা ছিল ২৪৭১৯ জন[1], যারা ৫৩২২ টি পরিবারে বসবাস করে, যার মধ্যে পুরুষ হল ১২৭২৮ জন এবং নারী হল ১১৯৯১ জন।

শিক্ষা ও সংস্কৃতি

বুড়িমারী ইউনিয়নের গড় সাক্ষরতা হার ৪৪.৬%। তার মধ্যে নারী শিক্ষার হার ৪১.২% এবং পুরুষ শিক্ষার হার ৪৭.৯%। এখানকার গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেঃ

অর্থনীতি ও যোগাযোগ

বুড়িমারী ইউনিয়নের অর্থনীতি মূলত কৃষি নির্ভর।

আরও দেখুন

তথ্যসূত্র

  1. Population & Housing Census-2011 [আদমশুমারি ও গৃহগণনা-২০১১] (পিডিএফ) (প্রতিবেদন)। জাতীয় প্রতিবেদন (ইংরেজি ভাষায়)। ভলিউম ২: ইউনিয়ন পরিসংখ্যান। ঢাকা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। মার্চ ২০১৪। পৃষ্ঠা ৪৪৮। ৯ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০১৭
  2. "Rangpur Division" (পিডিএফ)www.bbs.portal.gov.bd (ইংরেজি ভাষায়)। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.