বীর শ্রেষ্ঠ
বীর শ্রেষ্ঠ বীরত্বের জন্য প্রদত্ত বাংলাদেশের সর্বোচ্চ সামরিক পুরস্কার । যুদ্ধক্ষেত্রে অতুলনীয় সাহস ও আত্মত্যাগের নিদর্শন স্থাপনকারী যোদ্ধার স্বীকৃতিস্বরূপ এই পদক দেয়া হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ সাতজন মুক্তিযোদ্ধাকে এই পদক দেয়া হয়েছে ।[1]
বীর শ্রেষ্ঠ | |
---|---|
![]() বীরশ্রেষ্ঠ পদক | |
পুরস্কারদাতা দেশ বাংলাদেশ | |
ধরন | পদক |
যোগ্যতা | বীরত্বসূচক অবদানের জন্য ১ম ও সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার |
পুরস্কৃত হওয়ার কারণ | বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদান ও বীরত্ব প্রদর্শন |
মর্যাদা | ১৫ ডিসেম্বর ১৯৭৩ সালের বাংলাদেশ গেজেট কর্তৃক প্রকাশিত |
বর্ণনা | বীরশ্রেষ্ঠ |
পরিসংখ্যান | |
প্রতিষ্ঠিত | ১৯৭১ |
প্রথম পুরস্কৃত | ১৫ ডিসেম্বর ১৯৭৩ |
শেষ পুরস্কৃত | ১৫ ডিসেম্বর ১৯৭৩ |
সর্বমোট পুরস্কৃত | ৭ |
মরনোত্তর পুরস্কারসমূহ |
৭ |
পদকপ্রাপ্ত | বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সাত মুক্তিযোদ্ধা |
পূর্ববর্তী | |
Individual equivalent |
৭ |
পরবর্তী (অধীনস্থ) | বীর উত্তম |
![]() রিবন |
গুরুত্বের ক্রমানুসারে বীরত্বের জন্য প্রদত্ত বাংলাদেশের অন্যান্য সামরিক পদক হল - বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পরই এই পদকগুলো দেয়া হয়। ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বাংলাদেশ গেজেটের একটি অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।
বীরশ্রেষ্ঠদের তালিকা

যশোরের বিনোদিয়া পার্কে বীরশ্রেষ্ঠ সাতজনের ভাস্কর্য
বীরশ্রেষ্ঠদের তালিকা নিচের সারণিতে দেয়া হল:-
ক্রম | নাম | পদবী | সেক্টর | গ্যাজেট নম্বর | মৃত্যুবরণের তারিখ |
---|---|---|---|---|---|
০১ | মহিউদ্দিন জাহাঙ্গীর | ক্যাপ্টেন | বাংলাদেশ সেনা বাহিনী | ০১ | ডিসেম্বর ১৪, ১৯৭১ |
০২ | হামিদুর রহমান | সিপাহী | বাংলাদেশ সেনা বাহিনী | ০২ | অক্টোবর ২৮, ১৯৭১ |
০৩ | মোস্তফা কামাল | সিপাহী | বাংলাদেশ সেনা বাহিনী | ০৩ | এপ্রিল ১৮, ১৯৭১ |
০৪ | মোহাম্মদ রুহুল আমিন | ইঞ্জিনরুম আর্টিফিসার | বাংলাদেশ নৌ বাহিনী | ০৪ | ডিসেম্বর ১০, ১৯৭১ |
০৫ | মতিউর রহমান | ফ্লাইট লেফটেন্যান্ট | বাংলাদেশ বিমান বাহিনী | ০৫ | আগস্ট ২০, ১৯৭১ |
০৬ | মুন্সি আব্দুর রউফ | ল্যান্স নায়েক | বাংলাদেশ রাইফেলস | ০৬ | এপ্রিল ৮,১৯৭১ |
০৭. | নূর মোহাম্মদ শেখ | ল্যান্স নায়েক | বাংলাদেশ রাইফেলস | ০৭ | সেপ্টেম্বর ৫, ১৯৭১ |
তথ্যসূত্র
- "দৈনিক প্রথম আলো"। ২০১৪-০৩-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০১-০৩।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.