বীরনগর

বীরনগর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত নদিয়া জেলার একটি শহর ও পৌরসভা এলাকা।

বীরনগর
উলা
শহর
বীরনগর পশ্চিমবঙ্গ-এ অবস্থিত
বীরনগর
বীরনগর
বীরনগর ভারত-এ অবস্থিত
বীরনগর
বীরনগর
Location in West Bengal, India
স্থানাঙ্ক: ২৩.২৪৩৩° উত্তর ৮৮.৫৫৮২° পূর্ব / 23.2433; 88.5582
Country India
StateWest Bengal
DistrictNadia
সরকার
  ধরনMunicipality
  শাসকBirnagar Municipality
আয়তন[1]
  মোট বর্গকিমি (২ বর্গমাইল)
উচ্চতা১৩ মিটার (৪৩ ফুট)
জনসংখ্যা (2011)
  মোট৩২,৭৯৯
  জনঘনত্ব৫,৫০০/বর্গকিমি (১৪,০০০/বর্গমাইল)
Languages
  OfficialBengali, English
সময় অঞ্চলIST (ইউটিসি+5:30)
ওয়েবসাইটwww.birnagarmunicipality.org

ইতিহাস

বীরনগরের মন্দির, রাজশেখর বসু ও তাঁর বইয়ের প্রচ্ছদ

ব্রিটিশ শাসনামলের আগে গঙ্গাতীরবর্তী বীরনগরের নাম ছিল উলা। দস্যু দমনে স্থানীয় বাঙালী যুবকদের বীরত্ব দেখে ইংরেজরা এর নামকরণ করেছিল বীরনগর বা উলা বীরনগর। এটি নদীয়ার একটি পুরোনো জনপদ ও অন্যতম প্রাচীন পৌরসভা। এই পৌরসভার প্রথম পৌরপিতা ছিলেন কবি নবীনচন্দ্র সেন। বর্তমানে বীরনগর, রাণাঘাট মহকুমার অন্তর্গত। এখানে জোড়বাংলা মন্দির, দ্বাদশ শিবমন্দির ও আরও কিছু সুপ্রাচীন মন্দির আছে। বীরনগরে প্রখ্যাত সাহিত্যিক রাজশেখর বসুর জন্ম হয়।[2]

জনসংখ্যার উপাত্ত

Religion in Birnagar[3]
Birnagar Percent
Hindu
 
৯৮.৩২%
Muslim
 
১.৫১%
Christian
 
০.০৯%
Buddhist
 
০.০১%
Not stated
 
০.০৬%

ভারতের ২০০১ সালের আদমশুমারি অনুসারে বীরনগর শহরের জনসংখ্যা হল ২৬,৫৯৬ জন।[4] এর মধ্যে পুরুষ ৫১% এবং নারী ৪৯%।

এখানে সাক্ষরতার হার ৭০%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৭৬% এবং নারীদের মধ্যে এই হার ৬৫%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে বীরনগর এর সাক্ষরতার হার বেশি।

এই শহরের জনসংখ্যার ১১% হল ৬ বছর বা তার কম বয়সী।

শিল্প ও সংস্কৃতি

বীরনগর উচ্চ বিদ্যালয় ও বীরনগর শীবকালি উচ্চ বালিকা বিদ্যালয়- দুটি শিক্ষা প্রতিষ্ঠান আছে। বীরনগরে শিল্পকলা ও সংস্কৃতি চর্চার বেশ কিছু বৃহৎ প্রতিষ্ঠান রয়েছে ৷ উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলি দি চিত্রালয় স্কুল অফ আর্ট , মালঞ্চ নাট্যগোষ্ঠী, এডুটেক একডেমি (কম্পিউটার শিক্ষা কেন্দ্র), চ্যাটার্জি নোবেল স্কুল (ইংরেজি মাধ্যম), গুনেন্দ্রনাথ পাবলিক স্কুল (ইংরেজি মাধ্যম), বীরনগর যুব কম্পিউটার সেন্টার,

তথ্যসূত্র

  1. "Birnagar City"
  2. "নদীয়া কাহিনী" (ইংরেজি ভাষায়)। ২৬ ২ নভেম্বর ০১৬। সংগ্রহের তারিখ ২২.০১.১৭ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ=, |সংগ্রহের-তারিখ= (সাহায্য){{অকার্যকর সংযোগ|তারিখ=মার্চ ২০১৯ [[File:Birnagar.jpg|thumb|left|bot=InternetArchiveBot |ঠিক করার প্রচেষ্টা=yes }}
  3. "Towns in Birnagar - Religion 2011"
  4. "ভারতের ২০০১ সালের আদমশুমারি" (ইংরেজি ভাষায়)। Archived from the original on ১৬ জুন ২০০৪। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৫, ২০০৬

যাতায়াত ব্যবস্থা

বীরনগর প্রাচীন কালে উলা নামে পরিচিত ছিল।। পৌর অঞ্চল হওয়ার কারণে যাতায়াত ব্যবস্থা বেশ ভাল। শিয়ালদহ থেকে ৮১ কি.মি দূরত্ব হওয়ার স্থানীয় লোকাল ট্রেনের সুবিধা পাওয়া যায়। শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি মেইন লাইন (ভায়া: রানাঘাট, কল্যানী, নৈহাটি, ব্যারাকপুর, দমদম) / রানাঘাট - লালগোলা মেইন লাইন (ভায়া: পলাসী, মুর্শিদাবাদ, বহরমপুর, লালগোলা)‌। এছাড়াও বীরনগর বাসস্টান্ড থেকে দওফুলিয়া - শান্তিপুর গামী বাস চলাচল করে। (ভায়া : ফুলিয়া, বীরনগর, আড়ংঘাটা) 17/B রানাঘাট - কৃষ্ণনগর গামী বাস চলাচল করে। (ভায়া : বীরনগর, তাহেরপুর, বাদকুল্লা)।

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.