বি সি কে এম পি মাধ্যমিক বিদ্যালয়

বিসিকেএমপি মাধ্যমিক বিদ্যালয় বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় অবস্থিত একটি মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টি ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়।[1]

বিসিকেএমপি মাধ্যমিক বিদ্যালয়
B C K M P Secondary School
অবস্থান

মাধবপুর-৭৩৩০

তথ্য
প্রতিষ্ঠাকাল১৯৯৪
কর্মকর্তা২৫ (প্রায়)
শ্রেণী৬ থেকে ১০
শিক্ষার্থী সংখ্যা৪২০+
রংনীল
শিক্ষা বোর্ডমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর

শিক্ষা-কার্যক্রম

এ বিদ্যালয়ে ষষ্ঠ হতে দশম শ্রেণী পাঠদান করা হয়। ২০১৫ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ হতে তিনজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ২০১৬ সালে ব্যবসায় বিভাগ হতে একজন জিপিএ-৫ পেয়েছে।

এছাড়া রয়েছে হিউম্যান রাইটস্ ওয়াচ এর সহযোগীতায় বইয়ের লাইব্রেরী।

লাইব্রেরী

ব্রাক ও বিদ্যালয়ের সহযোগীতায় বিদ্যালয় প্রতিষ্ঠাকাল থেকে গড়ে উঠেছে একটি বড় লাইব্রেরী।

বিসিকেএমপি মাধ্যমিক বিদ্যালয়ে ২০১০ সালে বাংলাদেশ বিশ্বসাহিত্য কেন্দ্র কর্তৃক পরিচালিত করা সয় সেকায়েপ নামের প্রকল্প। এই প্রকল্পে ছাত্র-ছাত্রীদের জন্য সেকায়েপ এর সহযোগীতায় স্কুলে স্থায়ী লাইব্রেরি স্থাপন করা হয় এবং ছাত্র-ছাত্রীদের নির্দিষ্ট কিছু বইয়ের সিলেবাসে প্রতি বছর পরিক্ষা অনুষ্ঠিত করা হয়।

এছাড়া রয়েছে হিউম্যান রাইটস্ ওয়াচ এর সহযোগীতায় বইয়ের লাইব্রেরী।

খেলাধুলা

ক্রিকেট, ফুটবল,ভলিবল ইত্যাদি। খেলার জন্য রয়েছে বড় একটা খেলার মাঠ।

বিদ্যালয়ের নামের পূর্ণরূপ

গ্রামের নামসংক্ষিপ্ত
BalihudaB
ChacklaC
KatapoalK
MadhabpurM
PurandarpurP

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.