বাংলাদেশ প্রিমিয়ার লিগ (ফুটবল)

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত বাংলাদেশের ক্লাব ফুটবলের শীর্ষ বিভাগ।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ
স্থাপিত২ মার্চ ২০০৭
প্রথম মৌসুম২০০৭
দেশ বাংলাদেশ
কনফেডারেশনএএফসি
দলের সংখ্যা১২
লিগের স্তর
অবনমিতবাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ
ঘরোয়া কাপফেডারেশন কাপ, স্বাধীনতা কাপ
আন্তর্জাতিক কাপএএফসি চ্যাম্পিয়নস লিগ
এএফসি কাপ
বর্তমান চ্যাম্পিয়নবসুন্ধরা কিংস (৩য় শিরোপা)
(২০২২)
সর্বাধিক শিরোপাঢাকা আবাহনী (৬ষ্ঠ শিরোপা)
সম্প্রচারকটি স্পোর্টস
ওয়েবসাইটwww.bff.com.bd
২০২৩

ইতিহাস

২০০৭ সালে এটি শুরুর সময় নাম ছিল বি-লিগ। ২০১০ সালে লিগের নামকরণ করা হয় বাংলাদেশ লিগ[1]। ২০১২ তে লিগের নাম আবারো পরিবর্তন করে বর্তমান নাম রাখা হয়। বর্তমানে ২০১৮-২০১৯ সিজনে এই লিগের স্পন্সর টিভিএস। যে কারণে এই লিগটি টিভিএস বাংলাদেশ প্রিমিয়ার লিগ নামেও পরিচিত। ২০১৫ ও ২০১৬ সালে স্পন্সর ছিলো যথাক্রমে মান্যবর এবং জেবি গ্রুপ। লিগও সেই নামে পরিচিত ছিলো। ২০১৭ তে এর স্পন্সর সাইফ পাওয়ার ব্যাটারি।

২০০০ সালে জাতীয় একটি লিগ শুরুর পূর্বে ঢাকা লিগ ছিল বাংলাদেশের ফুটবল অঙ্গনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লিগ।

বর্তমান ক্লাবসমূহ

২০২১ -এর ক্লাবসমূহ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২১ স্টেডিয়াম

বিজয়ীদের তালিকা

মৌসুম ক্লাব খেলা জয় ড্র / টাই পরাজয় পক্ষে গোল বিপক্ষে গোল গোল পার্থক্য পয়েন্ট
২০০৭ বি. লিগঢাকা আবাহনী২০১৪৩৬২৮৪৭
২০০৮–০৯ বি.লিগঢাকা আবাহনী২০১৬৪৫১১৩৪৫০
২০০৯-১০ বাংলাদেশ লিগঢাকা আবাহনী২৪২২৬৩৫৫৬৭
২০১০-১১ বাংলাদেশ লিগশেখ জামাল২২১৫৪২১২৩০৫১
২০১২ বাংলাদেশ ফুটবল প্রিমিয়ার লিগঢাকা আবাহনী২০১৩৪২১৫২৭৪৫
২০১২-১৩শেখ রাসেল১৬১২৩০১৪১৬৩৮
২০১৩-১৪শেখ জামাল২৭১৯৭৮২৬৫২৬৪
২০১৫শেখ জামাল ধানমন্ডি ক্লাব২০১৬৬০২২৩৮৫১
২০১৬ঢাকা আবাহনী২২ ১৫৪৮
২০১৭-১৮ঢাকা আবাহনী২২১৬৫২
২০১৮-১৯[2] বসুন্ধরা কিংস ২৪ ২০
২০২০ পরিত্যক্ত × × × × × × × ×
২০২১বসুন্ধরা কিংস ২৪ ২১ ৬০ ১০+৫০৬৪
২০২২ বসুন্ধরা কিংস ২২ ১৮ ৫১ ২০ +৩১ ৫৪

মোট চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (পূর্বের বি লিগ অথবা বাংলাদেশ লিগ) চালুর পর চাম্পিয়ন হওয়া ক্লাবগুলোর তালিকা নিন্মরূপ।

ক্লাব
চাম্পিয়নশিপের সংখ্যা
ঢাকা আবাহনী
শেখ জামাল
বসুন্ধরা কিংস
শেখ রাসেল

সর্বাধিক গোলদাতা

সাল দেশ সর্বাধিক গোলদাতা দল গোলের সংখ্যা
২০০৭ নাইজেরিয়াএলিজাহ ওবাগবেমিরো জুনিয়রব্রাদার্স ইউনিয়ন১৬
২০০৮ নাইজেরিয়াআলামু বুকোলা ওলাকানঢাকা মোহামেডান১৮
২০০৯ বাংলাদেশএনামুল হকঢাকা আবাহনী২১
২০১০ সুদানজেমস মুগামুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র১৯
২০১১-১২ গিনিইসমায়েল বাঙ্গুরাটিম বিজেএমসি১৭
২০১২-১৩ ঘানাওসেই মরিসনঢাকা মোহামেডান১১
২০১৩-১৪ হাইতিওয়েডসন আনসেলমশেখ জামাল ধানমন্ডি ক্লাব২৬
২০১৪-১৫ হাইতিওয়েডসন আনসেলমশেখ জামাল ধানমন্ডি ক্লাব১৮
২০১৬ নাইজেরিয়াসানডে চিজোবাঢাকা আবাহনী১৯ [3]
২০১৭–১৮ গাম্বিয়াসোলোমান কিং কানফর্ম শেখ জামাল ১৫
নাইজেরিয়া
রাফায়েল ওডোইন
২০১৮-১৯ শেখ রাসেল ক্রীড়া চক্র ২২[4]
২০১৯-২০ বাংলাদেশ

নাইজেরিয়া

এলিটা কিংসলে
সানডে চিজোবা
আরামবাগ ক্রীড়া সংঘ
ঢাকা আবাহনী
২০২০-২১ ব্রাজিল রবিনহো বসুন্ধরা কিংস২১
২০২১-২২ মালি সোলায়মানে দিয়াবাট ঢাকা মোহামেডান২১

সম্প্রচার ও টেলিভিশন স্বত্ব

বাংলাদেশ টেলিভিশন এবং বৈশাখী টিভি ২০১৬ মৌসুমের ১৩২ ম্যাচ সরাসরি সম্প্রচার করে। রেডিও নেক্সট ২০১৬ মৌসুমের খেলাগুলোর ধারাবিবরণী প্রচার করেছে[5][6]। মে, ২০১৯ হতে আইএসপি-কে বাফুফে বিপিএল, বিসিএল সহ ঘরোয়া প্রতিযোগিতার স্বত্ব প্রদান করে, সে অনুযায়ী আইএসপি-এর সম্প্রচার সহযোগী বাংলা টিভি বিপিএল-এর খেলা সম্প্রচার শুরু করে[7] ২০১৯ সাল হতে বিপিএল-এর সকল ম্যাচ 'মাইকুজু' নামক একটি 'অনলাইন স্ট্রিমিং' সেবা প্রদানকারী প্লাটফর্মে সরাসরি সম্প্রচার করা হচ্ছে[8][9]

তথ্যসূত্র

  1. "ফুটবল - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২০
  2. "শিরোপা উৎসবের ম্যাচে ড্র করল বসুন্ধরা কিংস"banglanews24.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-০৪
  3. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১২ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৭
  4. "রাফায়েলের অনন্য রেকর্ড"মানবজমিন। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-০৫
  5. "Bangladesh Premier League Football"YouTube। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১৯
  6. "জমকালো আয়োজনে উন্মোচিত হলো বিপিএলের লোগো ও ট্রফি"jagonews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১৯
  7. "Deal inked with ISP, new BPL title sponsor TVS"BFF (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৫-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১৯
  8. mycujoo.tv। "All games of Bangladesh Football Federation"mycujoo.tv (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১৯
  9. "Live Streaming: Bangladesh Muktijoddha SKC vs NoFeL Sporting Club"BFF (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১৯

বহিঃসংযোগ

টেমপ্লেট:AFC Leagues

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.