বি-আর পাওয়ারজেন লিমিটেড

বি-আর পাওয়ারজেন লিমিটেড (বিআরপিএল) হলো বাংলাদেশ সরকারের একটি সংবিধিবদ্ধ সরকারি সংস্থা, যার কার্যক্রম হলো বাংলাদেশের ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়া। ২০১০ সালে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং রুরাল পাওয়ার কোম্পানী লিমিটেড এর যৌথ উদ্যোগে এটি প্রতিষ্ঠিত হয়। এর প্রধান কার্যালয় ঢাকাতে অবস্থিত।

বি-আর পাওয়ারজেন লিমিটেড
বিআরপিএল
প্রাতিষ্ঠানিক লোগো
গঠিত১০ নভেম্বর ২০১০ (2010-11-10)
ধরনসরকারি
আইনি অবস্থাসক্রিয়
সদরদপ্তরঢাকা স্কয়ার, উত্তরা, ঢাকা
যে অঞ্চলে
বাংলাদেশ
পরিষেবাবিদ্যুৎ
দাপ্তরিক ভাষা
বাংলাইংরেজি
ব্যবস্থাপনা পরিচালক
ধূর্জঢী প্রসাদ সেন
অনুমোদনবাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডরুরাল পাওয়ার কোম্পানী লিমিটেড
ওয়েবসাইটbrpowergen.gov.bd

ইতিহাস ও গঠন

বি-আর পাওয়ারজেন লিমিটেড (বিআরপিএল) বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন বিদ্যুৎ উৎপাদন কারী প্রতিষ্ঠান। ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী গঠিত একটি পাবলিক লিমিটেড কোম্পানি যাহা সরকারের ভিশন বাস্তবায়নকল্পে ও ঘরে ঘরে বিদ্যুৎ পৌছানোর অঙ্গীকার পূরণের লক্ষ্যে নিরলস ভাবে বিদ্যুৎ উৎপাদন করে যাচ্ছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো) ও রুরাল পাওয়ার কোম্পানী লিমিটেড (আরপিসিএল) এর যৌথ উদ্যোগে সমঅংশীদারিত্বের ভিত্তিতে ২০১০ সালের ১০ নভেম্বর যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের নিবদ্ধক এর দপ্তর হতে বিআরপিএল নিবন্ধিত হয়।

বি-আর পাওয়ারজেন লিমিটেড (বিআরপিএল) বিদ্যুৎ উৎপাদন করে তা জাতীয় গ্রীডে সরবরাহ করে আসছে। উন্নয়নশীল বাংলাদেশ বিনির্মানে বি-আর পাওয়ারজেন লিমিটেড (বিআরপিএল) বিদ্যুৎ উৎপাদন করে সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় উল্লেখ যোগ্য অবদান রেখে চলেছে।[1][2][3]

বিদ্যুৎকেন্দ্র সমূহ

  • কড্ডা ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র[4]
  • মিরসরাই ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র[5]
  • শ্রীপুর ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র[6]

 আরো দেখুন

তথ্যসূত্র

  1. "বি-আর পাওয়ারজেন লিঃ"www.brpowergen.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৩-১১
  2. "পুঁজিবাজারে আসছে সাত লাভজনক সরকারি প্রতিষ্ঠান :অর্থমন্ত্রী"দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০২২-০৩-১১
  3. "বি-আর পাওয়ারজেন লিমিটেডে চাকরির সুযোগ"Barta24 (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৩-১১
  4. "কড্ডা বিদ্যুৎ কেন্দ্র, বিআরপিএল"brpowergen.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৬
  5. "মিরসরাই বিদ্যুৎ কেন্দ্র, বিআরপিএল"brpowergen.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৬
  6. "শ্রীপুর বিদ্যুৎ কেন্দ্র, বিআরপিএল"bepowegen.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-২২
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.