বিসকা ইউনিয়ন
বিসকা ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[1]
বিসকা | |
---|---|
ইউনিয়ন | |
১০নং বিসকা ইউনিয়ন পরিষদ | |
ডাকনাম: বিসকা বা বিষ্কা | |
![]() ![]() বিসকা ![]() ![]() বিসকা | |
স্থানাঙ্ক: ২৪°৫৬′৯″ উত্তর ৯০°২১′৬″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
জেলা | ময়মনসিংহ জেলা |
উপজেলা | তারাকান্দা উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান ও সীমানা
এটি ময়মনসিংহের তারাকান্দা থানার সর্বশেষ ইউনিয়ন।
ইতিহাস
ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন। এই ইউনিয়নটি যখন প্রতিষ্ঠিত হয় তখন এর গ্রাম সংখ্যা ছিল ২১ টি, নাম টি ২১নং বিসকা ইউনিয়ন। পরে একটি গ্রাম বাদ দিয়ে ২০ টি গ্রাম নিয়ে গঠিত হয় ২০ নং বিসকা ইউনিয়ন। বর্তমানে তারাকান্দা উপজেলা নব গঠিত হওয়ায় ২০টি গ্রাম নিয়ে আবারো নামে নামে পরিবর্তন আসে। বর্তমানে ১০নং বিসকা ইউনিয়ন পরিষদ।
প্রশাসনিক এলাকা
গ্রামগুলো
বিসকা, বাথুয়াদি, কাকচর, মেছেড়া, নগুয়া, দয়ারামপুর, লালমা, ভাটিয়াপাড়া, তিলাটিয়া, আমসোলা, ঘিটুয়ারী, চান্দপুর, গজহরপুর, কাকনিকোনা, খিচা, সানুড়া, বাতিকুড়া, শিমুলিয়া, কাছিমপুর, কুটুরাগাও।
শিক্ষা
শিক্ষার হার:
শিক্ষা প্রতিষ্ঠান':
""কলেজ""
- চান্দপুর ডিগ্রী কলেজ
""মাধ্যমিক বিদ্যালয়""
- চান্দপুর উচ্চ বিদ্যালয়
- খিচা আমিরাবাগ উচ্চ বিদ্যালয়
- হাজী হেলাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়
"" মাদ্রাসা""
- ভাটিয়াপাড়া দাখিল মাদ্রাসা
- তিলাটিয়া এমদাদিয়া দাখিল মাদ্রাসা
- কাকচর আলিয়া মাদ্রাসা
- আল্লামা তাহির উদ্দিন দ্বীনিয়া মাদ্রাসা
""প্রাথমিক বিদ্যালয় ""
- লালমা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চান্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বিসকা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ঘিটুয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মেছেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কাকচড় সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বাথুয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- খিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সানুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- তিলাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
এই ইউনিয়নে অনেক উল্লেখযোগ্য ব্যাক্তিত্ব রয়েছে।তাদের মধ্যে কয়েকজন হলো
- 'আল্লামা তাহের উদ্দিন(রহ:)।
- ' হাফেজ আব্দুর রহীম(রহ:)।সাবেক চেয়ারম্যান আহমদ আলী খান সাহেবের পিতা।
- 'মৌলভী আব্দুল জব্বার(রহ:)।কাকচর আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা।
জনপ্রতিনিধি
বর্তমান চেয়ারম্যান-আনোয়ার হোসেন বাবুল ।
ক্রমিক | নাম | মেয়াদ |
---|---|---|
০১ | জনাব আহমদ আলী খান | |
০২ | জনাব আব্দুল হাই | |
০৩ | জনাব ইসমাইল তালুকদার | |
০৪ | আব্দুস-সালাম | |
০৫ | নুরুল ইসলাম তরফদার | |
০৬ | জালাল সরকার | |
০৭ | শামছুদ্দিন সরকার |
আরও দেখুন
তথ্যসূত্র
- "বিসকা ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২০।