বিষ্ণুপ্রিয়া মণিপুরী উইকিপিডিয়া

বিষ্ণুপ্রিয়া মণিপুরী উইকিপিডিয়া হল উইকিপিডিয়ার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংস্করণ। উইকিমিডিয়া ফাউন্ডেশন পরিচালিত এ ওয়েবসাইটটি ২০০৬ সালের নভেম্বরে চালু করা হয়। উইকিপিডিয়াটি ২০০৬ সালের ২১ নভেম্বরে ৫,০০০ নিবন্ধের মাইলফলক অতিক্রম করে এবং একই সালের ২৪ ডিসেম্বর ১০,০০০ নিবন্ধে উত্তীর্ণ হয়। ২০১৫ সালে এ নিবন্ধ সংখ্যা বৃদ্ধি পেয়ে ২৫,০০০ হাজারে উন্নীত হয়।

বিষ্ণুপ্রিয়া মণিপুরী উইকিপিডিয়া
সাইটের প্রকার
ইন্টারনেট বিশ্বকোষ
উপলব্ধবিষ্ণুপ্রিয়া মণিপুরী
সদরদপ্তরমিয়ামি, ফ্লোরিডা
মালিকউইকিমিডিয়া ফাউন্ডেশন
ওয়েবসাইটhttp://bpy.wikipedia.org/
বাণিজ্যিকনা
নিবন্ধনঐচ্ছিক

২৫ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে, বিষ্ণুপ্রিয়া মণিপুরী উইকিপিডিয়ার নিবন্ধ সংখ্যা ২৫,০৬২ এবং অধিক (আলাপ পাতা, পুনঃনির্দেশ পাতা, টেমপ্লেটসহ) পাতার সংখ্যা ৫৭,৫৯২টি। এছাড়াও নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা ১৫,১৭৯ জন।[1] সব মিলিয়ে উইকিপিডিয়াসমূহের তালিকায় ২০,০০০+ নিবন্ধ বিভাগে এবং ৯৮তম বৃহৎ উইকিপিডিয়া অবস্থানে রয়েছে।

জানুয়ারি ২০২৩ অনুযায়ী এই উইকিপিডিয়ায় মোট ২৫,০৮৬টি নিবন্ধ, ২৪,০০০ জন ব্যবহারকারী, জন প্রশাসক ও ৪৫টি ফাইল আছে এবং সর্বমোট সম্পাদনা সংখ্যা ৮,৯০,৬৬৬টি।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.