বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন

বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন হল ভারতীয় রেলের খড়গপুর-বাঁকুড়া-আর্দ্রা লাইনশেওড়াফুলি-বিষ্ণুপুর ব্রাঞ্চ লাইনের একটি জংশন স্টেশন। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলায় অবস্থিত। এই স্টেশন মন্দির-নগরী বিষ্ণুপুর ও তার আশেপাশের এলাকাগুলিকে রেল পরিষেবা দেয়।

বিষ্ণুপুর
ভারতীয় রেল জংশন স্টেশন
অবস্থানজাতীয় সড়ক ৬০, বিষ্ণুপুর, বাঁকুড়া জেলা, পশ্চিমবঙ্গ
স্থানাঙ্ক২৩°০৩′৫৪″ উত্তর ৮৭°১৮′০৫″ পূর্ব
উচ্চতা৭৫ মিটার (২৪৬ ফু)
মালিকানাধীনভারতীয় রেল
পরিচালিতদক্ষিণ পূর্ব রেল
লাইনখড়গপুর-বাঁকুড়া-আর্দ্রা লাইন
শেওড়াফুলি-বিষ্ণুপুর ব্রাঞ্চ লাইন
প্ল্যাটফর্ম
নির্মাণ
গঠনের ধরনসাধারণ (ভূতলস্থ)
পার্কিংনেই
সাইকেলের সুবিধাআছে
অন্য তথ্য
অবস্থাচালু
স্টেশন কোডVSU
ইতিহাস
বৈদ্যুতীকরণ১৯৯৭-৯৮
আগের নামবেঙ্গল নাগপুর রেলওয়ে
অবস্থান
চুঁচুড়া পশ্চিমবঙ্গ-এ অবস্থিত
চুঁচুড়া
চুঁচুড়া
পশ্চিমবঙ্গে অবস্থান
চুঁচুড়া ভারত-এ অবস্থিত
চুঁচুড়া
চুঁচুড়া
পশ্চিমবঙ্গে অবস্থান

ইতিহাস

১৯০১ সালে খড়্গপুর-মেদিনীপুর ব্রাঞ্চ লাইন চালু হয়।[1] বাঁকুড়া জেলার উপর বেঙ্গল নাগপুর রেলের মেদিনীপুর-ঝরিয়া সম্প্রসারিত অংশটি চালু হয় ১৯০৩-০৪ সালে।[2]

শেওড়াফুলি-বিষ্ণুপুর ব্রাঞ্চ লাইনের বিষ্ণুপুর-গোকুলনগর-জয়পুর সেক্টরটির সম্পূর্ণ হওয়ার কথা ২০০৯-১০ সালের রেল বাজেটে উল্লেখ করা হয়েছে।[3] এই লাইনের কিছু অংশের কাজ এখন নির্মাণাধীন।

বৈদ্যুতিকীকরণ

আর্দ্রা-ভেদুয়াসোল সেক্টরটির বৈদ্যুতিকীকরণ হয় ১৯৯৭-৯৮ সালে। ১৯৯৮-৯৯ সালে ভেদুয়াসোল-শালবনি সেক্টরের বৈদ্যুতিকীকরণ সম্পূর্ণ হয়।[4]

পাদটীকা

  1. "The Chronology of Railway development in Eastern India"। railindia। ১৬ মার্চ ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৩
  2. "388 Bankura District"Imperial Gazetteer of India, Volume 6। Electronic Library। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৩
  3. "Mamata's Gift to Bengal"। Express News Service, 4 July 2009। ২০১৩-০১-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-১১-১৭
  4. "History of Electrification"। IRFCA। সংগ্রহের তারিখ 16 Apri 2013 এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.