বিশ্বজিৎ চৌধুরী

বিশ্বজিৎ চৌধুরী (জন্ম ১ আগস্ট ১৯৬০) একজন বাংলাদেশি কথাসাহিত্যিক এবং সাংবাদিক। কথাসাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি ২০২১ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেন।[1]

বিশ্বজিৎ চৌধুরী
জন্ম (1960-08-01) ১ আগস্ট ১৯৬০
জাতীয়তাবাংলাদেশি
পেশাকথাসাহিত্যিক ও সাংবাদিক
পুরস্কারবাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০২১)

জীবনী

বিশ্বজিৎ চৌধুরী ১৯৬০ সালের ১ আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন।[2] বাংলা সাহিত্যে স্নাতকোত্তর শেষ করে ১৯৮০-এর দশকের শুরুর দিকে তিনি লেখালেখিতে মনোনিবেশ করেন। ১৯৮৬ সালে লেখালেখির পাশাপাশি সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। তার প্রথম শিশুতোষ গল্পগ্রন্থ ‘লিন্ডা জনসনের রাজহাঁস’ ১৯৮২ সালে প্রকাশিত হয়।[3] এছাড়াও তিনি উপন্যাস, ছোটগল্প, কবিতা ও নাটকসহ সাহিত্যের বিভিন্ন শাখায় অবদান রেখেছেন। তার অন্যান্য রচনার মধ্যে রয়েছে, বিবাহবার্ষিকী ও অন্যান্য গল্প (ছোটগল্প), সম্ভ্রমহানির আগে ও পরে (গল্পগ্রন্থ), মাঠের ওপারে যাবে, লীলা? (কাব্যগ্রন্থ), নার্গিস ও বাসন্তী (উপন্যাস), তোমার পুরুষ কোথায়? (উপন্যাস) প্রভৃতি।[2]

তথ্যসূত্র

  1. "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন ১৫ জন"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২২
  2. "বিশ্বজিৎ চৌধুরী"প্রথমা। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২২
  3. নির্বাচিত গল্প, বিশ্বজিৎ চৌধুরী। বাতিঘর প্রকাশনা। পৃষ্ঠা বই কাভার।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.