বিশ্বজিৎ চৌধুরী
বিশ্বজিৎ চৌধুরী (জন্ম ১ আগস্ট ১৯৬০) একজন বাংলাদেশি কথাসাহিত্যিক এবং সাংবাদিক। কথাসাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি ২০২১ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেন।[1]
বিশ্বজিৎ চৌধুরী | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | বাংলাদেশি |
পেশা | কথাসাহিত্যিক ও সাংবাদিক |
পুরস্কার | বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০২১) |
জীবনী
বিশ্বজিৎ চৌধুরী ১৯৬০ সালের ১ আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন।[2] বাংলা সাহিত্যে স্নাতকোত্তর শেষ করে ১৯৮০-এর দশকের শুরুর দিকে তিনি লেখালেখিতে মনোনিবেশ করেন। ১৯৮৬ সালে লেখালেখির পাশাপাশি সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। তার প্রথম শিশুতোষ গল্পগ্রন্থ ‘লিন্ডা জনসনের রাজহাঁস’ ১৯৮২ সালে প্রকাশিত হয়।[3] এছাড়াও তিনি উপন্যাস, ছোটগল্প, কবিতা ও নাটকসহ সাহিত্যের বিভিন্ন শাখায় অবদান রেখেছেন। তার অন্যান্য রচনার মধ্যে রয়েছে, বিবাহবার্ষিকী ও অন্যান্য গল্প (ছোটগল্প), সম্ভ্রমহানির আগে ও পরে (গল্পগ্রন্থ), মাঠের ওপারে যাবে, লীলা? (কাব্যগ্রন্থ), নার্গিস ও বাসন্তী (উপন্যাস), তোমার পুরুষ কোথায়? (উপন্যাস) প্রভৃতি।[2]
তথ্যসূত্র
- "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন ১৫ জন"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২২।
- "বিশ্বজিৎ চৌধুরী"। প্রথমা। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২২।
- নির্বাচিত গল্প, বিশ্বজিৎ চৌধুরী। বাতিঘর প্রকাশনা। পৃষ্ঠা বই কাভার।