বিল ব্রোকওয়েল
উইলিয়াম ব্রোকওয়েল (ইংরেজি: Bill Brockwell; জন্ম: ২১ জানুয়ারি, ১৮৬৫ - মৃত্যু: ১ জুলাই, ১৯৩৫) সারের কিংস্টন আপোন টেমসে জন্মগ্রহণকারী বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা ছিলেন। ইংল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৮৯৩ থেকে ১৮৯৯ সময়কালে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | উইলিয়াম ব্রোকওয়েল | |||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | কিংস্টন আপোন টেমস, সারে, ইংল্যান্ড | ২১ জানুয়ারি ১৮৬৫|||||||||||||||||||||||||||||||||||||||
মৃত্যু | ১ জুলাই ১৯৩৫ ৭০) রিচমন্ড, সারে, ইংল্যান্ড | (বয়স|||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | ডানহাতি ফাস্ট-মিডিয়াম | |||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | ব্যাটসম্যান | |||||||||||||||||||||||||||||||||||||||
সম্পর্ক | জর্জ ব্রোকওয়েল (কাকা) | |||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল |
| |||||||||||||||||||||||||||||||||||||||
টেস্ট অভিষেক (ক্যাপ ৮৭) | ২৪ আগস্ট ১৮৯৩ বনাম অস্ট্রেলিয়া | |||||||||||||||||||||||||||||||||||||||
শেষ টেস্ট | ১৯ জুলাই ১৮৯৯ বনাম অস্ট্রেলিয়া | |||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১৩ আগস্ট ২০১৮ |
ঘরোয়া প্রথম-শ্রেণীর কাউন্টি ক্রিকেটে সারের প্রতিনিধিত্ব করেছেন বিলি ব্রোকওয়েল নামে পরিচিত বিল ব্রোকওয়েল। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন। এছাড়াও ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিংয়ে পারদর্শিতা দেখিয়েছেন তিনি।
প্রথম-শ্রেণীর ক্রিকেট
সারের কিংস্টন আপোন টেমসে বিল ব্রোকওয়েলের জন্ম। সারের দলীয় সঙ্গী চার্লস মিলসের সাথে তিনিও ১৮৮৯-৯০ মৌসুমে দক্ষিণ আফ্রিকার পথে পাড়ি জমান। কোচ হিসেবে কাজের আশায় তারা উভয়েই উত্তর কেপের কিম্বার্লীতে নিযুক্তি লাভ করেন।[1] ১৯শ শতাব্দীর শেষদিকে অত্যন্ত শক্তিধর সারের পক্ষে কাউন্টি ক্রিকেটে অংশ নেন। খেলোয়াড়ী জীবনের শুরুতে ফাস্ট-মিডিয়াম বোলার হিসেবে নিজেকে পরিচিতি ঘটানোর চেষ্টা চালিয়েছিলেন।
১৮৮৬ সালে ডার্বিশায়ারের বিপক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে তার। ১৮৯০ সাল পর্যন্ত মাঝে-মধ্যে খেলতেন। কিন্তু ১৮৯১ ও ১৮৯২ সালে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। এ সময়ে সারে দল স্বর্ণালী শিখরে আরোহণ করেছিল। তবে ১৮৯৩ সালের পূর্ব-পর্যন্ত কিছুটা ম্রিয়মাণ ছিলেন। এরপর থেকেই সারের প্রথম একাদশের গুরুত্বপূর্ণ সদস্যের মর্যাদা পান। একই গড়ে ৫১ উইকেট নিয়ে অপ্রতিদ্বন্দ্বী টম রিচার্ডসনের সমমানে চলে আসেন। প্রায়শই মাঝামাঝি পর্যায়ে মাঠে নামলেও অন্যতম সেরা ধারাবাহিক ব্যাটসম্যানের পরিচিতি লাভ করেন। ১৮৯৪ সালের অত্যন্ত ব্যাটিং অনুপযোগী পিচে বেশ অগ্রগতি ঘটে তার। অন্য যে-কোন খেলোয়াড়ের তুলনায় অধিক রান তোলেন বিল ব্রোকওয়েল। পাঁচ সেঞ্চুরি সহযোগে সংগৃহীত ১৪৯১ রান তুলেছিলেন। ফলশ্রুতিতে উইজডেনের বিবেচনায় অন্যতম বর্ষসেরা ক্রিকেটারের সম্মাননায় ভূষিত হন তিনি। ১৮৯৫ সালে তেমন সুবিধে করতে পারেননি। তবে, ১৮৯৯ সাল পর্যন্ত রানের ফল্গুধারা ছুটতে থাকে তার ব্যাট দিয়ে। ববি অ্যাবল ও টম হেওয়ার্ডকে সাথে তিনজনের অবিস্মরণীয় ব্যাটিংশৈলী গড়েন। তারা সারেকে ওভাল পিচে অপরাজেয় করে তোলেন।
জর্জ লোহম্যান, টম রিচার্ডসন ও উইলিয়াম লকউডের দাপটে তিনি খুব কমই খেলার সুযোগ লাভ করতেন। তবে, ১৮৯৭ সালের পর থেকে তিনি বেশ কার্যকর বোলার হিসেবে উপস্থাপন করতে সচেষ্ট হন। রিচার্ডসনের দূর্বল ক্রীড়াশৈলী ও লকউডের আঘাতপ্রাপ্তি অনেকাংশেই তার জন্য শাপে বর হয়ে দাঁড়ায়। ১৮৯৯ সালে ১০৫ উইকেট পান। এমনকি ১৯০২ সালে চমৎকার ব্যাটিং উপযোগী পিচে ওয়ারউইকশায়ারের বিপক্ষে ৬/৩৭ পেয়েছিলেন।
টেস্ট ক্রিকেট
সমগ্র খেলোয়াড়ী জীবনে সাতটি টেস্টে অংশগ্রহণের সুযোগ ঘটে বিল ব্রোকওয়েলের। সবগুলো টেস্টেই প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া দল। ১৮৯৩ সালে একটি, ১৮৯৪-৯৫ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে পাঁচটি ও ১৮৯৯ সালে সর্বশেষ টেস্টে অংশগ্রহণ করেন। তবে, এ স্তরের ক্রিকেটে সফলতার মুখ দেখেননি তিনি। ১৭-এর নিচে কম গড়ে রান তুলেছেন। ব্যক্তিগত সর্বোচ্চ রান করেন মাত্র ৪৯।
অবসর
১৯০৩ সাল পর্যন্ত সারে দলের পক্ষে খেলেন। তবে, ১৯০০ সালের পর থেকে তার ব্যাটিংয়ের মান ক্রমশঃ নিম্নমূখী হতে থাকে। লন্ডন কাউন্টির পক্ষে শেষ দুইটি প্রথম-শ্রেণীর খেলায় অংশগ্রহণের পর ক্রিকেট জগৎ থেকে অবসর গ্রহণ করেন বিল ব্রোকওয়েল।
জীবনের শেষদিকে পনেরোটি বছর গৃহহীন অবস্থায় দিনযাপন করেন। অত্যন্ত দারিদ্র্যতার মধ্যে ১ জুলাই, ১৯৩৫ তারিখে ৭০ বছর বয়সে লন্ডনের রিচমন্ডে দেহাবসান ঘটে বিল ব্রোকওয়েলের।[2]
তথ্যসূত্র
- W. A. Bettesworth, "Chats on the Cricket Field: C. Mills", Cricket, 1 June 1905, pp. 161-62.
- "Flight of fancy"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৭।
আরও দেখুন
বহিঃসংযোগ
- ইএসপিএনক্রিকইনফোতে বিল ব্রোকওয়েল (ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে বিল ব্রোকওয়েল (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)