বিল্লু
বিল্লু (হিন্দি: बिल्लू, ইংরেজি: Billu), মূলত ছবিটির নাম ছিল বিল্লু বারবার-বিল্লু নাপিত' এবং এই শিরোনামেই ছবিটি মার্কিন যুক্তরাষ্ট্র মুক্তি দেওয়া হয়, এটি ২০০৯ সালের একটি বলিউড চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেছেন প্রিয়দর্শন, প্রযোজনা করেছেন গৌরী খান (রেড চিলিজ এন্টারটেইনমেন্ট)। ছবিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন ইরফান খান এবং লারা দত্ত, এবং কিছু বৈশিষ্ট্য চরিত্রে ওম পুরি, রাজপাল যাদব এবং আস্রানি। এছাড়াও একজন জনপ্রিয় বলিউড তারকার ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান এবং তার সাথে তিনটি গানে অংশ নিয়েছেন কারিনা কাপুর, দীপিকা পাড়ুকোন,[1] এবং প্রিয়াঙ্কা চোপড়া।[2] ছবিটি ১৩ ফেব্রুয়ারি, ২০০৯ সালে মুক্তি লাভ করে।
বিল্লু | |
---|---|
![]() বিল্লু চলচ্চিত্রের পোস্টার | |
পরিচালক | প্রিয়াদার্শন |
প্রযোজক | গৌরী খান |
চিত্রনাট্যকার | মনীষা কর্দি মুশতাক শেখ |
কাহিনিকার | শ্রীনিভাসান |
শ্রেষ্ঠাংশে | ইরফান খান লারা দত্ত অম পুরি রাজপাল যাদব আসরানি |
সুরকার | প্রিতম |
চিত্রগ্রাহক | ভি. মানিকান্দন |
সম্পাদক | অরুন কুমার |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | এরোস ল্যাবস |
মুক্তি | ১৩ ফেব্রুয়ারি, ২০০৯ |
দৈর্ঘ্য | ১৫০ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
নির্মাণব্যয় | ২৩ কোটি টাকা |
আয় | ৩২ কোটি টাকা |
শ্রেষ্ঠাংশে
- ইরফান খান - বিল্লু
- লারা দত্ত - বিন্দিয়া
- ওম পুরি - সাহুকার দামচান্দ
- রাজপাল যাদব - জালন কুমার (বুদ্বুদিয়া)
- আস্রানি - নাউবাত চাচা
- পুস্কার শ্রত্রী
- নাগেশ ভোঁসলে
- অতুল পার্চুরে
- মিতালি মায়াকার - গুনজা
- প্রতিক দলভি - রনক (দুগ্গু)
- মনোজ জোশী - দামদর দুবেয়
- রুশাভ শাহ - তারো বাপু
- বর্ধিত বিশেষ উপস্থিতি
- শাহরুখ খান - সাহির খান
- খানের সঙ্গে আইটেম নম্বর বিশেষ উপস্থিতি
- কারিনা কাপুর - গান মার্জানি
- প্রিয়াঙ্কা চোপড়া - গান ইউ গেট মি রকিং
- দীপিকা পাড়ুকোন - গান লাভ মেরা হিট হিট
সংগীত
সাউন্ড ট্র্যাক
- মার্জানি
- ইউ গেট মি রকিং
- লাভ মেরা হিট হিট
তথ্যসূত্র
- "Shah Rukh Khan speaks about Billoo"। Bollywood Hungama। ২৬ এপ্রিল ২০০৮। সংগ্রহের তারিখ ২০০৮-০৪-২৯।
- "Priyanka to sizzle for Shahrukh"। Entertainment.OneIndia। সংগ্রহের তারিখ ২০০৮-১১-২০। (dead link 2009-02-19)
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে বিল্লু (ইংরেজি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.