বিলোনিয়া রেলওয়ে স্টেশন (ভারত)
বিলোনিয়া রেলওয়ে স্টেশন হল দক্ষিণ ত্রিপুরা জেলা, ত্রিপুরা রাজ্য, ভারতের একটি রেলওয়ে স্টেশন। এটি বিলোনিয়া শহরকে পরিসেবা প্রদান করে। স্টেশনটি আগরতলা-সাব্রুম রেল সেকশনে অবস্থিত, যা উত্তর- উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের লুমডিং রেলওয়ে বিভাগের অধীনে রয়েছে। আগরতলা থেকে উদয়পুর হয়ে সাব্রুম পর্যন্ত অংশটি ৩ অক্টোবর ২০১৯ সালে চালু হয়। [1] [2]
বিলোনিয়া রেলওয়ে স্টেশন | |
---|---|
ভারতীয় রেল স্টেশন | |
অবস্থান | দক্ষিণ ত্রিপুরা জেলা, ত্রিপুরা ভারত |
উচ্চতা | ৪৪ মিটার (১৪৪ ফু) |
মালিকানাধীন | ভারতীয় রেল |
পরিচালিত | উত্তর-পূর্ব সীমান্ত রেল |
লাইন | শিলচর-সাব্রুম রেলপথ |
প্ল্যাটফর্ম | ১ |
রেলপথ | ৩ |
নির্মাণ | |
গঠনের ধরন | ভূমিগত (আদর্শ) |
পার্কিং | আছে |
সাইকেলের সুবিধা | আছে |
অন্য তথ্য | |
অবস্থা | নতুন লাইন |
স্টেশন কোড | |
অঞ্চল | উত্তর-পূর্ব সীমান্ত রেল |
বিভাগ | লামডিং রেলওয়ে বিভাগ |
ইতিহাস | |
চালু | ৩ অক্টোবর ২০১৯ |
বৈদ্যুতীকরণ | নাই |
অবস্থান | |
আরো দেখুন
তথ্যসূত্র
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.