বিলুপ্তি ঘটনা

বিলুপ্তি ঘটনা (অথবা মহাবিলুপ্তি অথবা গণবিলুপ্তি অথবা জৈব সংকট) বলতে পৃথিবীর বিস্তীর্ণ অঞ্চল জুড়ে জীববৈচিত্র্যের আকস্মিক হ্রাসপ্রাপ্তির ঘটনাকে বোঝায়। এই ধরনের ঘটনায় বহুকোশী জীবকুলের সংখ্যা ও বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়। বিলোপনের হার প্রজাত্যায়নের হারের চেয়ে বেশি হয়ে গেলে বিলুপ্তি ঘটনা ঘটে। পৃথিবীর জীববৈচিত্র্যের অধিকাংশই অণুজীবীয় হওয়ায়, এবং অণুজীবদের বিবর্তনীয় পরিসংখ্যান মেপে দেখা দুঃসাধ্য হওয়ায় নথিভুক্ত বিলুপ্তি ঘটনাগুলোয় তাবৎ জীবমণ্ডলের মধ্যে কেবল পর্যবেক্ষণযোগ্য বহুকোশী ও জটিল দেহধারী প্রজাতিদেরই হিসেব রাখা হয়।[1]

ফ্যানারোজোয়িক অধিযুগ জুড়ে সামুদ্রিক বিলোপনের হার
%
কোটি বছর আগে
(হ)
ট্রা–জু
পা–ট্রা
ক্যাপ
অন্ত্য ডে
অ–সি
এই নীল গ্রাফটি প্রদত্ত নির্দিষ্ট সময়কালে বিলুপ্ত হয়ে যাওয়া সামুদ্রিক প্রাণীর গণসমূহের আপাত শতাংশ (পরম সংখ্যা নয়) দেখাচ্ছে। এটি সব সামুদ্রিক প্রজাতির প্রতিনিধিত্ব করে না, শুধু সেইগুলি দেখায় যেগুলি নির্দ্বিধায় জীবাশ্ম হয়ে গেছে। প্রথাগত "বৃহৎ পঞ্চ মহাবিলুপ্তি" এবং সম্প্রতি স্বীকৃত আরও দুটি বিলুপ্তি ঘটনার স্তর ক্লিকযোগ্য হাইপারলিংকে দেওয়া হয়েছে। (উৎস এবং চিত্রের তথ্য)

তথ্যসূত্র

  1. Nee, S. (২০০৪)। "Extinction, slime, and bottoms"PLoS Biology2 (8): E272। ডিওআই:10.1371/journal.pbio.0020272পিএমআইডি 15314670পিএমসি 509315
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.