বিলাত ফেরত (১৯২১-এর চলচ্চিত্র)

বিলাত ফেরত (England Returned) বা বিলেত ফেরত, ১৯২১ সালের ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় প্রযোজিত ও এন.সি. লাহিড়ী পরিচালিত একটি প্রহসনমূলক বাংলা নির্বাক চলচ্চিত্র[1] অবিভক্ত বাংলা প্রদেশের বরিশালএর ডেপুটি কালেক্টর ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় এই চলচ্চিত্রটিতে প্রযোজনা ও অভিনয় করেন।তার অভিনয় জীবনের সূচনাকালীন চলচ্চিত্রের মধ্যে এটি অন্যতম। তিনি এই সিনেমার সহযোগী পরিচালকও ছিলেন।[2] এটিই প্রথম ভারতীয় চলচ্চিত্র যেখানে প্রগাঢ় চুম্বনের দৃশ্য ছিল। প্রথম নির্বাক লাভ-স্টোরি (কমেডিযুক্ত) হিসেবে এটি বিপুল জনপ্রিয়তা পায়। ছবিটি ভারতীয় চলচ্চিত্রে রোমান্টিক কাহিনীর যুগের সূত্রপাত ঘটিয়েছিল। ব্রিটিশ ও আমেরিকান চলচ্চিত্রের অনুপ্রেরণায় ভারতীয় চলচ্চিত্রকাররা এই সিনেমায় চুম্বনযুক্ত রিয়েলিস্টিক প্রেমের দৃশ্যের অবতারণা করেন। তবুও, ভারতীয় জনগণ ব্রিটিশ ও আমেরিকান চলচ্চিত্রে অভ্যস্ত হলেও ভারতীয় নায়িকার এইরকম অন্তরঙ্গ মুহূর্তে স্বাচ্ছন্দ্যবোধ করেননি। 'বিলাত ফেরত' মানে বিদেশ থেকে ফেরত' এবং সেযুগে বিদেশ বলতে ইংল্যান্ডকেই বোঝানো হত৷ ছবিটিতে প্রগতিশীল ভারতীয়দের পশ্চিমী শিক্ষা ও রীতিনীতি নিয়ে বিলেত থেকে ফেরা এবং রক্ষণশীল ভারতীয়দের এই পরিবর্তনের বিরোধিতা দর্শানো হয়েছে।[3]

বিলাত ফেরত
চলচ্চিত্রে ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়
পরিচালকএন.সি. লাহিড়ী
ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় (co-director)
প্রযোজকধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়
শ্রেষ্ঠাংশেধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়
মন্মথ পাল
কুঞ্জলাল চক্রবর্তী
সুশীলবালা
নৃপেন বসু
নীতীশ লাহিড়ী
শিশুবালা
চিত্রগ্রাহকজ্যোতিষ সরকার
মুক্তি১৯২১ (1921)
দেশভারত
ভাষানির্বাক চলচ্চিত্র
বাংলা আন্তঃটাইটেলযুক্ত

কুশীলব

তথ্যসূত্র

  1. K. Moti Gokulsing; Wimal Dissanayake (১৭ এপ্রিল ২০১৩)। Routledge Handbook of Indian Cinemas। Routledge। পৃষ্ঠা 50–। আইএসবিএন 978-1-136-77291-7। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৫
  2. Ashish Rajadhyaksha; Paul Willemen (সেপ্টেম্বর ২০১৪)। Encyclopedia of Indian Cinema। Taylor & Francis। পৃষ্ঠা 1994–। আইএসবিএন 978-1-135-94325-7। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৫
  3. Zakir Hossain Raju (১৭ ডিসেম্বর ২০১৪)। Bangladesh Cinema and National Identity: In Search of the Modern?। Routledge। পৃষ্ঠা 100–। আইএসবিএন 978-1-317-60181-4। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৫

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.