বিরূ পা
বিরূ পা বা বিরূপাদ বৌদ্ধ ধর্মের চুরাশিজন বৌদ্ধ মহাসিদ্ধদের মধ্যে একজন ছিলেন।
পরিচয়
মহাসিদ্ধ জালন্ধরী পার শিষ্য বিরূ পা পাল সম্রাট দেবপালের শাসনকালে ত্রিপুরার পূর্বদিকে জন্মগ্রহণ করেন। ব্স্তান-'গ্যুর গ্রন্থসঙ্কলনে তার লেখা দশটি পুঁথি, বিরূপাদ চতুরশীতি ও দোহাকোষ নামক গ্রন্থ স্থান পেয়েছে। হরপ্রসাদ শাস্ত্রীর মতে তিনি বিরূপগীতিকা ও বিরূপবজ্রগীতিকা নামক দুইটি গীতিগ্রন্থের লেখকও ছিলেন। তিনি চর্যাপদের একটি পদ রচনা করেন। ডোম্বী পা তার শিষ্য ছিলেন।[1]:৬০০
তথ্যসূত্র
- বাঙ্গালীর ইতিহাস : আদি পর্ব, নীহাররঞ্জন রায়, দে’জ পাবলিশিং, কলকাতা, চতুর্থ সংস্করণ, অগ্রহায়ণ, ১৪১০ বঙ্গাব্দ, আইএসবিএন ৮১-৭০৭৯-২৭০-৩
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.