বিরল উপজেলা
বিরল বাংলাদেশের দিনাজপুর জেলার অন্তর্গত একটি উপজেলা।
বিরল | |
---|---|
উপজেলা | |
বিরল বিরল | |
স্থানাঙ্ক: ২৫°৩৮′১২″ উত্তর ৮৮°৩২′১৭″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | দিনাজপুর জেলা |
আয়তন | |
• মোট | ৩৫৩.৫৮ বর্গকিমি (১৩৬.৫২ বর্গমাইল) |
জনসংখ্যা (২০০১)[1] | |
• মোট | ২,৫৭,৯২৫ |
• জনঘনত্ব | ৭৩০/বর্গকিমি (১,৯০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৫২১০ |
প্রশাসনিক বিভাগের কোড | ৫৫ ২৭ ১৭ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
অবস্থান ও আয়তন
এ উপজেলার উত্তরে বোচাগঞ্জ উপজেলা ও কাহারোল উপজেলা, দক্ষিণে দিনাজপুর সদর উপজেলা ও ভারতের পশ্চিমবঙ্গ, পূর্বে দিনাজপুর সদর উপজেলা ও পুনর্ভবা নদী, ভারতের পশ্চিমবঙ্গ ও বোচাগঞ্জ উপজেলা।
প্রশাসনিক এলাকা
বিরল উপজেলায় ১২টি ইউনিয়ন রয়েছে।
জনসংখ্যার উপাত্ত
বিরল উপজেলার জনসংখ্যা ২,৫৭,৯২৫ জন (২০১১ সালের আদমশুমারী অনুযায়ী)। পুরুষ লোক সংখ্যা- ১,৩০,১৬০ জন। মহিলা লোক সংখ্যা- ১,২৭,৭৬৫ জন।
শিক্ষা
কলেজ
ক্রমিক নং | নাম | প্রতিষ্ঠাকাল |
---|---|---|
১ | মুন্সিপাড়া আদর্শ কলেজ | ১৯৯৯ |
২ | মাইনুল হাসান মহাবিদ্যালয় | ১৯৯৪ |
৩ | ধুকুরঝাড়ী কলেজ | |
৪ | আজিতপুর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ | ২০০৪ |
৫ | জগতপুর কলেজ | ১৯৯৫ |
৬ | কাঞ্চন নিউ মডেল কলেজ | ১৯৯৯ |
৭ | পূনর্ভবা টেকনিক্যাল এন্ড বিএম কলেজ | ২০১১ |
৮ | বিরল সরকারী কলেজ | ১৯৫৯ |
৯ | বিরল মহিলা কলেজ | ১৯৯৫ |
মাধ্যমিক বিদ্যালয়
ক্রমিক নং | নাম | স্থাপিত | |
---|---|---|---|
১ | রুদ্রপুর মেসনা এস.সি. দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় | ১৯৬৯ | |
২ | ধুকুরঝাড়ী দ্বি- মুখি উচ্চ বিদ্যালয় | ||
৩ | ফরক্কাবাদ এন.আই উচ্চ বিদ্যালয় | ১৯৬৩ | |
৪ | আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়। | ০১/০১/১৯৯৩ | |
৫ | বালান্দোর উচ্চ বিদ্যালয়। | ||
৬ | বেতুড়া দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়। | ১৯৬৪ | |
৭ | মোহনা মঙ্গলপুর উচ্চ বিদ্যালয় | ১৯৫৪ | |
৮ | উত্তর বিষ্ণুপুর ভি,এম.এস.সি উচ্চ বিদ্যালয় | ১৯৪৫ | |
৯ | উত্তর মাধবপুর উচ্চ বিদ্যালয় | ১৯৯৫ | |
১০ | জিনইর উচ্চ বিদ্যালয় | ১৯৯২ | |
১১ | রাজুরিয়া উচ্চ বিদ্যালয় | ||
১২ | পাকুড়া উচ্চ বিদ্যালয় | ২০০২ | |
১৩ | রামপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। | ||
১৪ | মুন্সিপাড়া উচ্চ বিদ্যালয় | ১৯৬০ | |
১৫ | কালিয়াগঞ্জ এস, সি উচ্চ বিদ্যালয় | ০১/০১/১৯৮২ | |
১৬ | চৌধুরীডাঙ্গা উচ্চ বিদ্যালয় | ১৯৯৩ | |
১৭ | কামদেবপুর উচ্চ বিদ্যালয় | ১৯৬৭ | |
১৮ | কাশিডাঙ্গা উচ্চ বিদ্যালয় | ১৯৯৪ | |
১৯ | দঃমাধবপুর উচ্চ বিদ্যালয় | ১৯৯৪ | |
২০ | বিস্তইড় উচ্চ বিদ্যালয় | ১৯৯৪ | |
২১ | ধর্মপুর্ ইউ,সি,উচ্চ বিদ্যালয় | ১৯৬৬ | |
২২ | মির্জাপুর উচ্চ বিদ্যালয় | ১৯৯৫ | |
২৩ | ঢেরাপাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় | ||
২৪ | তেঘরা মাধ্যমিক বিদ্যালয় | ২০০০ | |
২৫ | কানাইবাড়ী মাধ্যমিক বিদ্যালয় | ১৯৮১ | |
২৬ | সারাঙ্গাই পলাশবাড়ী উচ্চ বিদ্যালয়। | ১১ নং পলাশবাড়ী ইউনিয়ন। | ১৯৭১ |
২৭ | চকের হাট উচ্চ বিদ্যালয় | ১৯৯৩ | |
২৮ | করলা মাধববাটী উচ্চ বিদ্যালয় | ১৯৬৮ | |
২৯ | বিরল পাইলট মডেল উচ্চ বিদ্যালয় | ১৪২০ | |
৩০ | মখলেশপুর উচ্চবিদ্যালয় | ১৯৬২ | |
৩১ | বিরল আদর্শ উচ্চ বিদ্যালয় | ||
৩২ | বহবলদিঘী উচ্চ বিদ্যালয় | ||
৩৩ | বিরল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় | ১৯৭৭ | |
অর্থনীতি
এ অঞ্চলের অর্থনীতি কৃষিনির্ভর।ধান,ভুট্টা,গম, লিচু এখানকার প্রধান অর্থকরী ফসল। এ উপজেলার মাধববাটী, দক্ষিণ মাধবপুর গ্রাম লিচু চাষের জন্য বিখ্যাত।
নদীসমূহ
বিরল উপজেলায় ৩ টি নদী রয়েছে। নদীগুলো হচ্ছে পুনর্ভবা নদী, টাঙ্গন নদী এবং তুলাই নদী।[2]
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
- সতীশ চন্দ্র রায় শিক্ষা প্রতিমন্ত্রী ১৯৯৬।
- অধ্যাপক ইউসুফ আলী প্রথম শিক্ষা মন্ত্রী।
বিশেষ জায়গা
- কড়ই বিল
- ধর্মপুরের শালবন
- দীপশিখা মেটিস্কুল।
তথ্যসূত্র
- বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে বিরল উপজেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১১ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৪।
- ড. অশোক বিশ্বাস, বাংলাদেশের নদীকোষ, গতিধারা, ঢাকা, ফেব্রুয়ারি ২০১১, পৃষ্ঠা ৪০৫।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.