বিয়র্ন ইমাদ ফরচুইন

বিয়র্ন ইমাদ ফরচুইন ( জন্ম: বিয়র্ন ফরচুইন; ২১ অক্টোবর, ১৯৯৪) হলেন একজন দক্ষিণ আফ্রিকীয় আন্তর্জাতিক ক্রিকেটার। ২০১৯ সালে তিনি দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক ঘটে। ২০২১ সালে তিনি সস্ত্রীক ইসলাম গ্রহণ করেন এবং নিজের নাম ইমাদ রাখেন।[1]

বিয়র্ন ফরটুইন
ব্যক্তিগত তথ্য
জন্ম (1994-10-21) ২১ অক্টোবর ১৯৯৪
পার্ল, পশ্চিম কেপ, দক্ষিণ আফ্রিকা
ব্যাটিংয়ের ধরনডান-হাতি ব্যাটসম্যান
বোলিংয়ের ধরনধীরগতির বাম-হাতি অর্থোডক্স
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
একমাত্র ওডিআই
(ক্যাপ ১৩৬)
৭ ফেব্রুয়ারি ২০২০ বনাম ইংল্যান্ড
টি২০আই অভিষেক
(ক্যাপ ৮৪)
১৮ সেপ্টেম্বর ২০১৯ বনাম ভারত
শেষ টি২০আই১৪ সেপ্টেম্বর ২০২১ বনাম শ্রীলঙ্কা
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ওডিআই টি২০আই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ১৩ ৪৭ ৬০
রানের সংখ্যা ৪০ ১,৬৫২ ৬৩০
ব্যাটিং গড় ১০.০০ ২৭.০৮ ১৭.৫০
১০০/৫০ –/– ০/০ ৩/৬ ১/০
সর্বোচ্চ রান ১৭* ১৯৪ ৫১
বল করেছে ২৪৬ ৭,১৮৮ ২,৬৯০
উইকেট ১৪ ১২২ ৭০
বোলিং গড় ১৯.২৮ ২৮.১৪ ৩০.৪১
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৩/১৬ ৭/৭০ ৪/২২
ক্যাচ/স্ট্যাম্পিং –/– ৪/– ২২/– ১৪/–

নিজস্ব জীবন

২০২১ সালের ২৪ এপ্রিল ফরটুইন ইসলাম ধর্ম গ্রহণ করে ইমাদ নাম নেন। তিনি ওয়েন পার্নেল এর পরে দ্বিতীয় দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ছিলেন, যিনি ইসলাম ধর্ম নেন।

তথ্যসূত্র

  1. "স্ত্রীসহ ইসলাম ধর্ম গ্রহণ করলেন প্রোটিয়া স্পিনার ফরচুইন"Daily Sports BD। ২০২৩-০১-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০১-১৩

বহিঃসংযোগ

‎ ‎ ‎

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.