বিয়ন্সে

বিয়ন্সে জিযেল নোলস মার্কিন সঙ্গীত শিল্পী। এই শতকের প্রথম দশকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে সফল গায়িকা নির্বাচিত হয়েছেন বিয়ন্সে নোয়েলস।[1]

বিয়ন্সে
২০১৬ সালে ওয়েম্বলি স্টেডিয়ামে বিয়ন্সে
জন্ম
বিয়ন্সে জিযেল নোলস

(1981-09-04) ৪ সেপ্টেম্বর ১৯৮১
অন্যান্য নামবিয়ন্সে নোলস-কার্টার
পেশা
কর্মজীবন১৯৯৭–বর্তমান
দাম্পত্য সঙ্গীশন "জ্যা-জি" কার্টার (বি. ২০০৮)
সন্তান
পিতা-মাতা
  • ম্যাথু নোলস
  • টিনা নোলস
আত্মীয়সোলাঙ্গে নোলস (বোন)
সঙ্গীত কর্মজীবন
ধরন
  • আরএন্ডবি
  • পপ
বাদ্যযন্ত্রকণ্ঠ, পিয়ানো
লেবেল
ওয়েবসাইটbeyonce.com
স্বাক্ষর

সুন্দরী নারী

২০১২ সালে জনপ্রিয় সাময়িকী পিপল সংগীত তারকা বিয়ন্সে নোয়েলসকে বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী হিসেবে মনোনীত করে। পত্রিকাটির বিশেষ সংখ্যায় বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীদের তালিকা প্রকাশ করা হয়। এতে এক নম্বরে জায়গা করে নিয়েছেন বিয়ন্সে। এই কৃতিত্ব অর্জনের অনুভূতি জানাতে গিয়ে বিয়ন্সে বলেন, ‘এর আগে নিজেকে যতটা সুন্দরী বলে ভেবেছি, এখন এর চেয়ে আরও বেশি মনে হচ্ছে। কারণ, আমি সন্তানের জন্ম দিয়েছি।’[2]

গ্র্যামির রানী

৫২তম গ্র্যামির আসরে শীর্ষ ৬টি পুরস্কার জিতেছিলেন বিয়ন্সে নোয়েলস। বিয়ন্সে নোয়েলসই প্রথম গায়িকা, যে গ্র্যামির এক আসরে সর্বাধিক পুরস্কার জিতেছেন। পেয়েছিলেন সর্বাধিক মনোনয়ন। বিবিসি তাই স্বাভাবিকভাবেই বিয়ন্সে নোয়েলসকে অভিহিত করেছে 'গ্র্যামির রানী' হিসেবে।[3][4]

তথ্যসূত্র

  1. দশকের সেরা শিল্পী বিয়ন্স,বিনোদন ডেস্ক, দৈনিক প্রথম আলো। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ২২-০২-২০১০ খ্রিস্টাব্দ।
  2. সবচেয়ে সুন্দরী বিয়ন্স নোয়েলস!, এপি, রয়টার্স। বিনোদন ডেস্ক, দৈনিক প্রথম আলো। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ২৭-০৪-২০১২ খ্রিস্টাব্দ।
  3. গ্র্যামির রানী ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ মার্চ ২০১৬ তারিখে,একরামুল হক শামীম, দৈনিক কালের কণ্ঠ। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ১২ ফেব্রুয়ারি ২০১০ খ্রিস্টাব্দ।
  4. তিন নারীর জয়জয়কার,রংবেরং ডেস্ক, দৈনিক কালের কণ্ঠ। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ২ ফেব্রুয়ারি ২০১০ খ্রিস্টাব্দ।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.