বিভাগ

বিভাগ হচ্ছে প্রশাসনিক বিভাগের একটি ধরন। এটি সাধারণত এশিয়া এবং আফ্রিকার কিছু দেশের পাশাপাশি ইংল্যান্ডে উপ-বিভাগ হিসেবে লক্ষ্য করা যায়।

প্রশাসনিক বিভাগ

বিভাগমহাদেশস্তরটীকা
বাংলাদেশের বিভাগসমূহএশিয়া১মজেলার উপরের স্তর
ক্যামেরুনের বিভাগসমূহআফ্রিকা২য়ক্যামেরুনীয় অঞ্চলের নিচের স্তর
ফিজির বিভাগসমূহওশেনিয়া১মফিজীয় অঞ্চলের নিচের স্তর
গাম্বিয়ার উপবিভাগআফ্রিকা১মঅঞ্চলে নামাঙ্কিত
ভারতের বিভাগসমূহএশিয়া২য়রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের নিচের স্তর
মালয়েশিয়ার বিভাগসমূহএশিয়া২য়মালয়েশিয়ার ২টি রাজ্যে (সাবাহ এবং সারাওয়াক) ব্যবহৃত
মিয়ানমারের প্রশাসনিক বিভাগএশিয়া১মঅঞ্চলে নামাঙ্কিত
পাকিস্তানের বিভাগএশিয়া২য়প্রশাসনিক অঞ্চলের নিচের স্তর; ২০০০ সালে বিলুপ্ত এবং ২০০৮ হতে ২০১১ সালে পুনপ্রতিষ্ঠিত

বাংলাদেশ

বাংলাদেশ মোট আটটি প্রধান প্রশাসনিক অঞ্চলে বিভক্ত রয়েছে, যাদেরকে বিভাগ হিসেবে অভিহিত করা হয়। বর্তমানে বিদ্যমান প্রতিতি বিভাগের নাম উক্ত অঞ্চলের প্রধান শহরের নামানুসারে নামকরণ করা হয়েছে।

ইংল্যান্ড

ইংল্যান্ডের হান্ড্রেড এবং ওয়াপেনটেকের (ইংল্যান্ডের ঐতিহাসিক কাউন্টিগুলো) কিছু অংশ বিভাগে বিভক্ত ছিল। এছাড়াও লন্ডন শহরের বেশ কয়েকটি ওয়ার্ড দুটি বিভাগে বিভক্ত রয়েছে অথবা ছিল।

ভারত

ভারত সর্বমোট ২৮টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত, যা আবার বেশ কিছু বিভাগে বিভক্ত। উত্তরপ্রদেশ রাজ্যটি সর্বোচ্চ ১৮টি বিভাগে বিভক্ত।

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.