বিবর্ধক

সংকেত বিবর্ধক, ইংরেজিতে অ্যাম্পলিফায়ার বা সংক্ষেপে অ্যাম্প মূলতঃ একটি ইলেকট্রনিক যন্ত্র যা এর অন্তর্গামীতে (ইনপুট) প্রদত্ত কোন সংকেত বা সিগনালকে বিবর্ধিত করে বহির্গামীতে (আউটপুট) প্রেরণ করে। ইলেক্ট্রনিক বিবর্ধকও একই কাজ করে, তবে এ ক্ষেত্রে ক্ষুদ্র অন্তর্গামী সংকেত বৃহৎ বহির্গামী সংকেতে পরিবর্তিত হয়। বিবর্ধক এর অন্তর্গামীতে প্রদত্ত সংকেতের আকার বা আকৃতির কোনরূপ পরিবর্তন ঘটায় না, শুধু এর ক্ষমতা বাড়ায়।

বিবর্ধকের একটি ইলেকট্রনিক বর্তনী

যেহেতু শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুসারে শক্তি অবিনশ্বর, তাই কোন সংকেতের ক্ষমতাকে বিবর্ধিত করতে বাইরে থেকে শক্তি সরবরাহ করতে হয়। বিবর্ধক তার পাওয়ার সাপ্লাই বা শক্তি সরবরাহকের মাধ্যমে শক্তি গ্রহণ করে এবং সেই শক্তি ব্যবহার করে বহির্গামী সংকেতের ক্ষমতা বাড়িয়ে তোলে।

বিবর্ধকের প্রকারভেদ

অন্তর্গামী এবং বহির্গামীর বৈশিষ্ট্য অনুযায়ী বিবর্ধকের শ্রেণী বিভাজন করা যেতে পারে।[1]

শক্তি বিবর্ধক (পাওয়ার অ্যাম্পলিফায়ার)

ব্যবহার অনুসারে শক্তি বিবর্ধকের প্রকারভেদ

  • অডিও বিবর্ধক (অডিও অ্যাম্পলিফায়ার)
  • আর. এফ. বিবর্ধক (উদাহরণঃ প্রেরকযন্ত্রের (ট্রান্সমিটার) শেষ স্তরে ব্যবহৃত লিনিয়ার বিবর্ধক)
  • সার্ভোএমপ্লিফায়ার সার্ভো মোটর নিয়ন্ত্রক

শক্তি বিবর্ধক বর্তনী

  • ভ্যাকুয়াম টিউব/ভাল্ভ, হাইব্রীড অথবা ট্রানজিস্টর বিবর্ধক
  • পুশ-পুল অথবা একক প্রান্তীয় বহির্গামী সংবলিত ধাপ

ভ্যাকুয়াম টিউব/ভাল্ভ বিবর্ধক

Traynor YBA-200 গীটার বিবর্ধকের ভেতরে চারটি ইলেক্ট্রো হারমোনিক্স ব্রান্ডের KT88 পাওয়ার টিউব লাইটের আভা

ভ্যাকুয়াম টিউব/ভাল্ভ বিবর্ধকের কিছু ব্যবহার

  • ইলেক্ট্রিক গীটার বিবর্ধন
  • রাশিয়ান বিমানবাহিনীর বিমানে ই.এম.পি সহনক্ষমতার জন্য

তথ্যসূত্র

  1. Robert Boylestad and Louis Nashelsky (১৯৯৬)। Electronic Devices and Circuit Theory, 7th Edition। Prentice Hall College Division। আইএসবিএন 978-0133757347।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.