বিনাজুরী ইউনিয়ন
বিনাজুরী বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
বিনাজুরী | |
---|---|
ইউনিয়ন | |
৬নং বিনাজুরী ইউনিয়ন পরিষদ | |
বিনাজুরী বিনাজুরী | |
স্থানাঙ্ক: ২২°২৯′৫৯″ উত্তর ৯১°৫৪′১৬″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | রাউজান উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | রবীন্দ্র লাল চৌধুরী |
আয়তন | |
• মোট | ১০.১৯ বর্গকিমি (৩.৯৩ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১৪,৪৬৪ |
• জনঘনত্ব | ১,৪০০/বর্গকিমি (৩,৭০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬৮.২৯% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৪১ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
আয়তন
বিনাজুরী ইউনিয়নের আয়তন ২৫১৯ একর (১০.১৯ বর্গ কিলোমিটার)।[1]
জনসংখ্যা
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী বিনাজুরী ইউনিয়নের লোকসংখ্যা ১৪,৪৬৪ জন। এর মধ্যে পুরুষ ৭,১০১ জন এবং মহিলা ৭,৩৬৩ জন।[2]
অবস্থান ও সীমানা
রাউজান উপজেলার মধ্যভাগে বিনাজুরী ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৬ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে রাউজান পৌরসভা; পূর্বে রাউজান ইউনিয়ন; দক্ষিণে পূর্ব গুজরা ইউনিয়ন এবং পশ্চিমে রাউজান পৌরসভা, হালদা নদী ও হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
বিনাজুরী ইউনিয়ন রাউজান উপজেলার আওতাধীন ৬নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম রাউজান মডেল থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৮৩নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৬ এর অংশ। এটি বিনাজুরী, ইদিলপুর, লেলাংগারা ও জামুয়াইন -এ ৪টি মৌজায় বিভক্ত।
এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- ইদিলপুর
- মধ্যম বিনাজুরী
- পূর্ব বিনাজুরী
- লেলাংগারা
- মোহাম্মদপুর
- জামুয়াইন
- বিনাজুরী
- পশ্চিম বিনাজুরী
শিক্ষা ব্যবস্থা
বিনাজুরী ইউনিয়নে সাক্ষরতার হার ৬৮.২৯%।[1] এ ইউনিয়নে ১টি স্কুল এন্ড কলেজ, ২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[2]
শিক্ষা প্রতিষ্ঠান
- স্কুল এন্ড কলেজ
- বিনাজুরী নবীন স্কুল এন্ড কলেজ
- মাধ্যমিক বিদ্যালয়
- পশ্চিম বিনাজুরী উচ্চ বিদ্যালয়
- লেলাংগারা পাবলিক উচ্চ বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- ইদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জামুয়াইন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম লেলাংগারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব বিনাজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব লেলাংগারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বিনাজুরী সোনাইমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মধ্যম বিনাজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম বিনাজুরী সৈয়দা সেলিমা কাদের চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
বিনাজুরী ইউনিয়নের প্রধান সড়ক রাউজান-নোয়াপাড়া সংযোগ সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
ধর্মীয় উপাসনালয়
বিনাজুরী ইউনিয়নে ১১টি মসজিদ, ২১টি মন্দির ও ১৫টি বিহার রয়েছে।[2]
খাল ও নদী
বিনাজুরী ইউনিয়নের পশ্চিম পাশ দিয়ে বয়ে চলেছে হালদা নদী। এছাড়াও রয়েছে কাগতিয়া খাল ও ডাবুয়া খাল।[6]
হাট-বাজার
বিনাজুরী ইউনিয়নের প্রধান বাজার হল কাগতিয়া বাজার।[7]
দর্শনীয় স্থান
- পশ্চিম বিনাজুরী হালদা নদী বেড়ীবাঁধ
- সাহেব বিবি মসজিদ[8]
- মোহাম্মদপুর জোড় মসজিদ[9]
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
- প্রবাল চৌধুরী –– সংগীত শিল্পী।
- শান্তরক্ষিত মহাথের –– মায়ানমার বৌদ্ধ ষষ্ঠসংগীতি কারক, বহু মূল্যবান গ্রন্থ ও পালি অভিধান প্রণেতা।
- সুকুমার বড়ুয়া –– ছড়াকার।
- হরিপদ মহাজন –– চট্টগ্রাম বিদ্রোহের কর্মী।[10]
জনপ্রতিনিধি
- বর্তমান চেয়ারম্যান: রবীন্দ্র লাল চৌধুরী [11]
- চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | কর্ত্তুল চন্দ্র বড়ুয়া | |
০২ | জালাল আহমদ চৌধুরী | |
০৩ | শামসুল আলম চৌধুরী | |
০৪ | ফজলুল হক সওদাগর | |
০৫ | বিভূতি ভূষন সরকার | |
০৬ | সুভাষ চৌধুরী | |
০৭ | সংঘপ্রিয় বড়ুয়া | |
০৮ | এয়াছিন হক সওদাগর | |
০৯ | এমদাদুল আকবর চৌধুরী | |
১০ | রবীন্দ্র লাল চৌধুরী (ভারপ্রাপ্ত) | |
১১ | সুকুমার বড়ুয়া | ২০১১-২০২২ |
আরও দেখুন
তথ্যসূত্র
- "রাউজান উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- "এক নজরে বিনাজুরী - বিনাজুরী ইউনিয়ন - বিনাজুরী ইউনিয়ন"। binajuriup.chittagong.gov.bd। ২০ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১৭।
- "কলেজ - বিনাজুরী ইউনিয়ন - বিনাজুরী ইউনিয়ন"। binajuriup.chittagong.gov.bd।
- "মাধ্যমিকবিদ্যালয় - বিনাজুরী ইউনিয়ন - বিনাজুরী ইউনিয়ন"। binajuriup.chittagong.gov.bd।
- http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=411&thana=41102&union=14%5B%5D
- "খাল ও নদী - বিনাজুরী ইউনিয়ন - বিনাজুরী ইউনিয়ন"। binajuriup.chittagong.gov.bd। ২২ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১৭।
- "হাট বাজার - বিনাজুরী ইউনিয়ন - বিনাজুরী ইউনিয়ন"। binajuriup.chittagong.gov.bd। ২২ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১৭।
- এম বেলাল উদ্দিন (৮ জুন ২০১৮)। "কালের সাক্ষী: রাউজানের সাহেব বিবি মসজিদম"। দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০২১।
- "দর্শণীয় স্থান - বিনাজুরী ইউনিয়ন - বিনাজুরী ইউনিয়ন"। binajuriup.chittagong.gov.bd। ২২ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১৭।
- "প্রখ্যাত ব্যক্তিত্ব - বিনাজুরী ইউনিয়ন - বিনাজুরী ইউনিয়ন"। binajuriup.chittagong.gov.bd। ২২ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১৭।
- Team, Samakal Online। "SAMAKAL - GET THE LATEST ONLINE BANGLA NEWS !"। SAMAKAL। ৯ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১৭।
- "পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - বিনাজুরী ইউনিয়ন - বিনাজুরী ইউনিয়ন"। binajuriup.chittagong.gov.bd। ২২ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১৭।