বিদ্যুৎ বিভাগ

বিদ্যুৎ বিভাগ বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ও রক্ষণাবেক্ষণের সার্বিক পর্যবেক্ষণের দায়িত্বে নিয়োজিত সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন একটি বিভাগ।[1] বিদ্যুৎ বিভাগ ২০২২ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে।[2]

বিদ্যুৎ বিভাগ
গঠিত১৯৯৮
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
যে অঞ্চলে কাজ করে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা, ইংরেজি
সচিব
হাবিবুর রহমান
ওয়েবসাইটpowerdivision.gov.bd

ইতিহাস

বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পুনর্গঠনের অংশ হিসেবে ১৯৯৮ সালে বিদ্যুৎ বিভাগ প্রতিষ্ঠিত হয়।[3] ২০০০ সালে বিভাগটি বিদ্যুৎখাতে একটি নবায়ন নীতি প্রণয়ন করে।[4] ২০১৮ সালে বিদ্যুৎ বিভাগ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সাথে মিলিতভাবে বাজেটের ৫% বরাদ্দ গ্রহণ করে।[5] ২০১৯ সালের ২ জুন বিদ্যুৎ বিভাগ বেক্সিমকোর সাথে একটি সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ চুক্তি বাতিলের ঘোষণা দেয়।[6]

অধীন সংস্থা/কোম্পানি

উৎপাদন

সঞ্চালন

বিতরণ

পরামর্শক

পাওয়ার সেল

শতভাগ বিদ্যুতের সাফল্য

২০২২ সালের মার্চ মাসে দেশের শতভাগ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় আসে। বর্তমানে দেশে ৪ কোটি ২১ লাখের বেশি বিদ্যুৎসংযোগ আছে। বিদ্যুৎকেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৮টিতে। দেশে বর্তমানে ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৫ হাজার ৫১৪ মেগাওয়াট। ১৩ হাজার ২১৩ কিলোমিটার সঞ্চালন লাইন এবং ৬ লাখ ২১ হাজার কিলোমিটার বিতরণ লাইনের মাধ্যমে দেশ জুড়ে এ বিদ্যুৎসেবা পরিচালিত হয়।[7]

পুরস্কার

মুজিববর্ষে দেশে শতভাগ বিদ্যুতায়নের কাজ শেষ করার জন্য বিদ্যুৎ বিভাগ ২০২২ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে।[8]

তথ্যসূত্র

  1. "Vision & Mission"powerdivision.gov.bd। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৯
  2. স্বাধীনতা পুরস্কার পাচ্ছে বিদ্যুৎ বিভাগ, যুগান্তর, ২৩ মার্চ ২০২২
  3. Ebinger, Charles K. (২০১১)। Energy and Security in South Asia: Cooperation Or Conflict? (ইংরেজি ভাষায়)। Brookings Institution Press। পৃষ্ঠা 90। আইএসবিএন 9780815704119। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৯
  4. Riaz, Ali; Rahman, Mohammad Sajjadur (২০১৬)। Routledge Handbook of Contemporary Bangladesh (ইংরেজি ভাষায়)। Routledge। আইএসবিএন 9781317308768। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৯
  5. "2.7% more investment in energy div"The Daily Star (ইংরেজি ভাষায়)। ৭ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৯
  6. "Govt moves to terminate Beximco solar power deal"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৯
  7. শতভাগ বিদ্যুতের সাফল্যে বাংলাদেশ, ইত্তেফাক, ১৮ মার্চ ২০২২
  8. স্বাধীনতা পুরস্কার পাচ্ছে বিদ্যুৎ বিভাগ, যুগান্তর, ২৩ মার্চ ২০২২
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.