বিদ্যাধরী নদী

বিদ্যাধরী নদী বা বিদ্যা নদী পশ্চিমবঙ্গের একটি নদী। এই নদীর উৎসস্থল নদিয়া জেলার হরিণঘাটা। এরপর বিদ্যাধরী উত্তর চব্বিশ পরগনার বারাসত, দেগঙ্গা ও হাবরা এলাকার উপর দিয়ে প্রবাহিত হয়ে সুন্দরবনে রায়মঙ্গল নদীর সঙ্গে মিলিত হয়েছে।[1]

বিদ্যাধরী নদী
বিদ্যা নদী
নদী
বিদ্যাধরী নদী, শাসন, উত্তর চব্বিশ পরগনা জেলা, পশ্চিমবঙ্গ
বিদ্যাধরী নদী, শাসন, উত্তর চব্বিশ পরগনা জেলা, পশ্চিমবঙ্গ
বিদ্যাধরী নদী, শাসন, উত্তর চব্বিশ পরগনা জেলা, পশ্চিমবঙ্গ
দেশ ভারত
রাজ্য পশ্চিমবঙ্গ
জেলা উত্তর 24 পরগণা
উৎস
 - অবস্থান হরিণঘাটা, নদীয়া, পশ্চিমবঙ্গ, ভারত
মোহনা রায়মঙ্গল নদী
 - অবস্থান সুন্দরবন, দক্ষিণ 24 পরগনা, পশ্চিমবঙ্গ, ভারত

বিদ্যাধরী নদী প্রাচীন বঙ্গীয় সভ্যতার অন্যতম প্রধান নদীপথ ছিল। খ্রিষ্টপূর্ব তৃতীয় শতাব্দীতে এই নদীর তীরেই চন্দ্রকেতুগড় নদীবন্দরটি গড়ে ওঠে। বর্তমানে এই নদী উত্তর চব্বিশ পরগনা ও কলকাতার অন্যতম প্রধান নিকাশি মাধ্যম।[1]

বিদ্যাধরী নদীর উপর চুনাখালী ফেরিঘাট

সুন্দরবন এলাকায় পরস্পরসংযুক্ত একাধিক জলপথের জটিল আবর্তের দেখা যায়। এই অঞ্চলের বৃহৎ নদীগুলি অনেক ক্ষেত্রেই এক মাইল চওড়া ও দক্ষিণবাহী। বিদ্যাধরী নদীও অনুরূপ একটি নদী। গঙ্গা থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে এবং সপ্তদশ শতাব্দীর পর থেকে হুগলি নদীর পূর্ব দিকে সরে যাওয়ার কারণে বর্তমানে এই নদীতে মিষ্টি জলের পরিমাণ অল্পই।[2]

বিদ্যাধরী নদী, হাড়োয়া

পাদটীকা

  1. Chatterjee, Rajib। "Health of Vidyadhari a cause for concern"The Statesman, 31 October 2006। ২০০৭-০৯-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-১০-২৭
  2. "Mangrove Forest in India" (পিডিএফ)। ২০১১-০৭-২১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-১০-২৭

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.