বিটিভি চট্টগ্রাম

বিটিভি চট্টগ্রাম বা বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম হল বাংলাদেশ টেলিভিশনের অধিভুক্ত চট্টগ্রাম অঞ্চলে সম্প্রচার সেবা প্রধানকারী একটি টেলিভিশন কেন্দ্র। এটি ১৯৯৬ সালে চালু করা হয়। এটি বিটিভি ঢাকার মত দেশব্যাপী টেরিস্টেরিয়াল সম্প্রচার করে। এটি চট্টগ্রামের স্থানীয় অনুষ্ঠানের পাশাপাশি পার্বত্য অঞ্চলের আদিবাসীদের জন্য উৎসর্গীকৃত অনুষ্ঠানও সম্প্রচার করে।

বিটিভি চট্টগ্রাম
বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র
উদ্বোধন১৯ ডিসেম্বর ১৯৯৬ (1996-12-19)
মালিকানাবাংলাদেশ টেলিভিশন
দেশবাংলাদেশ
ভাষাবাংলা, চাঁটগাঁইয়া
প্রধান কার্যালয়জাকির হোসেন রোড, পাহাড়তলী থানা, চট্টগ্রাম
ভ্রাতৃপ্রতিম
চ্যানেল(সমূহ)
বাংলাদেশ টেলিভিশন,
বিটিভি ওয়ার্ল্ড,
সংসদ বাংলাদেশ টেলিভিশন
ওয়েবসাইটbtv.gov.bd
এশিয়াস্যাট- ৩এস ৩৭২৫.০ মেগাহার্জচ্যানেল ৪
আকাশ ডিটিএইচচ্যানেল ১১৪
বেঙ্গল ডিজিটালচ্যানেল ৯

ইতিহাস

বাংলাদেশ টেলিভিশের প্রথম আঞ্চলিক কেন্দ্র হিসেবে বিটিভি চট্টগ্রাম ১৯৯৬ সালে চালু হয়।[1] এটির উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিন। এটিতে তখন দেড় ঘণ্টার অনুষ্ঠান সম্প্রচার করা হত।

বিটিভি চট্টগ্রামের সম্প্রচারসূচি বাড়ানোর জন্য ২০১৩ সালে আলোচনা হয়। সময়ের সাথে সাথে সম্প্রচারের সময়সূচী উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। বিটিভি চট্টগ্রাম ২০১৬ সালে স্যাটেলাইট টেলিভিশনে সম্প্রচার শুরু করে।[2] একই বছরের ৩১ ডিসেম্বর বিটিভি চট্টগ্রাম দৈনিক ৬ ঘণ্টার কার্যক্রম শুরু করে। ২০১৯ সালের ১৩ এপ্রিল অনুষ্ঠানের কার্যক্রম ৬ থেকে ৯ ঘণ্টায় এবং ২০২০ সালের ২৬ জানুয়ারি থেকে ১২ ঘণ্টায় উন্নীত করা হয়।[3] ২০২১ সালের ১০ জানুয়ারি থেকে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র পরীক্ষামূলকভাবে ১৮ ঘণ্টার সম্প্রচার কার্যক্রম পরিচালনা শুরু করে। একই বছরের ১৯ ডিসেম্বর চট্টগ্রাম কেন্দ্র ২৪ ঘণ্টার সম্প্রচার শুরু করে।[4]

২০১৯ সালের ১ জুলাই থেকে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের মাধ্যমে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠান বহির্বিশ্বে সম্প্রচার করা শুরু হয়। ২০২০ সালের সেপ্টেম্বরে প্রায় ত্রিশ কোটি টাকা ব্যয়ে ৪৩৮ ফুট বা ১৩৩ দশমিক ৫ মিটার উঁচু চট্টগ্রাম টেলিভিশন কেন্দ্রের টাওয়ার নির্মাণ সম্পন্ন করা হয়।[5]

অনুষ্ঠানমালা

  • আজকের কথা
  • বাংলার কৃষি
  • গ্রান্ড স্টুডিও
  • নাগরিক প্রত্যাশা
  • স্বাস্থ্য বার্তা
  • মুক্তিযুদ্ধ প্রতিদিন
  • স্বাস্থ্য জিজ্ঞাসা
  • কৃষি দিবানিশি
  • দেশ ও জনপদ
  • সিসিমপুর
  • রাতের সংবাদ
  • খবর প্রতিদিন

তথ্যসূত্র

  1. "২৫ বছর পর ২৪ ঘণ্টা সম্প্রচারে যাচ্ছে বিটিভি চট্টগ্রাম"বাংলা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২১
  2. "টেরেস্ট্রিয়াল সম্প্রচারের প্রকল্পে ধীরগতি"শেয়ার বিজ
  3. "সরাসরি সম্প্রচারের যুগে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র"সমকাল। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২১
  4. "বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের ২৪ ঘণ্টা সম্প্রচার শুরু"প্রথম আলো
  5. "বিটিভি চট্টগ্রাম : চট্টগ্রামের মানুষের জন্য বড় সম্পদ, বড় প্রাপ্তি"দৈনিক আজাদী। ১৯ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২১
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.