বিজেএমসি দল
বাংলাদেশ পাট কল কর্পোরেশন দল বাংলাদেশে একটি ক্রীড়া ক্লাব যা মূলত ঢাকাকে কেন্দ্র করে তাদের কার্যক্রম পরিচালনা করে। দলটি বিজেএমসি দল নামে সর্বাধিক পরিচিত। দলটি পূর্বে ১৯৭১ সাল পর্যন্ত পূর্ব পাকিস্তান আইডিসি, ১৯৭১ থেকে ১৯৭৮ পর্যন্ত বাংলাদেশ জেআইসি এবং তারপর নাম পরিবর্তন করে বিজেএমসি দল করা হয়। ১৯৮১ সালে দলটি তাদের ফুটবল সম্পর্কিত কার্যক্রম বন্ধ করে দেয় এবং দীর্ঘ ২৯ বছর পর ২০১০ সালে নতুন পরিচালক আরিফ খান জয়ের নেতৃত্বে পুনরায় পেশাদার ফুটবলে যোগ দেয়।
মাঠ | বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ঢাকা, বাংলাদেশ |
---|---|
ধারণক্ষমতা | ৩৬,০০ |
লিগ | বাংলাদেশ প্রিমিয়ার লিগ |
২০১৩–১৪ | ৭ম |
কোচিং স্টাফ
- পরিচালক - আরিফ খান জয়
- প্রধান কোচ - পদ শুন্য
- সহকারী কোচ - আলী আজগর নাসির
তথ্যসূত্র
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.