বিজয় সরণি

বিজয় সরণি ঢাকা শহরের একটি প্রধান রাস্তা। ফার্মগেট থেকে পুরাতন বিমানবন্দরের মাঝামাঝি সনি র‌্যাংগস ভবন হতে খামার বাড়ি হতে রোকেয়া সরণীকে আড়াআড়ি সংযুক্ত করেছে। ব্যস্ত সড়ক, এক মাথায় ম্যুরাল ও অন্য মাথায় একটি জঙ্গি বিমান সড়ক দ্বীপে বসানো আছে। এর এক পাশে ভাসানী নভো থিয়েটার অবস্থিত।

বিজয় সরণি
অবস্থানঢাকা, বাংলাদেশ
স্থানাঙ্ক২৩.৭৬৪৭৮° উত্তর ৯০.৩৮৬১৪° পূর্ব / 23.76478; 90.38614

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.