বিজয় এক্সপ্রেস

বিজয় এক্সপ্রেস (ট্রেন নং ৭৮৫/৭৮৬) বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত বাংলাদেশের একটি আন্তঃনগর ট্রেন। এটি চট্টগ্রামের চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ময়মনসিংহের ময়মনসিংহ জংশন রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করে। যাত্রাপথে ট্রেনটি ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াকিশোরগঞ্জ জেলাকে সংযুক্ত করেছে।

বিজয় এক্সপ্রেস
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনআন্তঃনগর
অবস্থাসচল
প্রথম পরিষেবা১৯ ডিসেম্বর ২০১৪ (2014-12-19)
বর্তমান পরিচালকবাংলাদেশ রেলওয়ে
যাত্রাপথ
শুরুচট্টগ্রাম রেলওয়ে স্টেশন
বিরতি১০টি
শেষময়মনসিংহ জংশন রেলওয়ে স্টেশন
ভ্রমণ দূরত্ব৩৪৯ কিলোমিটার (২১৭ মাইল)
যাত্রার গড় সময়৮ ঘণ্টা ৪৭ মিনিট ৩০ সেকেন্ড
পরিষেবার হারসপ্তাহে ৬ দিন {অফডে: বুধবার (৭৮৫), মঙ্গলবার (৭৮৬)
রেল নং৭৮৫/৭৮৬
যাত্রাপথের সেবা
শ্রেণী
  • শোভন চেয়ার
  • শোভন
আসন বিন্যাসআছে
ঘুমানোর ব্যবস্থাআছে
খাদ্য সুবিধাঅন-বোর্ড
মালপত্রের সুবিধাওভারহেড র‍্যাক
কারিগরি
ট্র্যাক গেজ১,০০০ মিলিমিটার ( ফুট   ইঞ্চি)
ট্র্যাকের মালিকবাংলাদেশ রেলওয়ে
রক্ষণাবেক্ষণচট্টগ্রাম

বিজয় এক্সপ্রেস চট্টগ্রাম−ময়মনসিংহ রুটে চলাচলকারী প্রথম আন্তঃনগর ট্রেন। ২০১৪ সালের ১৯শে ডিসেম্বর ট্রেনটি উদ্বোধন করা হয়।[1][2] ট্রেনটির বেজ চট্টগ্রাম রেলওয়ে স্টেশন

সময়সূচী

বাংলাদেশ রেলওয়ের সময়সূচী পরিবর্তনশীল। বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সর্বশেষ সময়সূচী যাচাই করার জন্য অনুরোধ করা হলো। নিম্নোক্ত সময়সূচীটি বাংলাদেশ রেলওয়ের ৫২তম সময়সূচী অনুযায়ী, যা ২০২০ সালের ১০ই জানুয়ারি হতে কার্যকর।

ট্রেন

নং

উৎস প্রস্থান গন্তব্য প্রবেশ সাপ্তাহিক

ছুটি

৭৮৫ চট্টগ্রাম ০৯ঃ০০ ময়মনসিংহ ১৭ঃ১৭ বুধবার
৭৮৬ ময়মনসিংহ ২০ঃ৩০ চট্টগ্রাম ০৫ঃ৩০ বুধবার

যাত্রাবিরতি

অনেকসময় বাংলাদেশ রেলওয়ে কর্তৃক কোনো ট্রেনের যাত্রাবিরতি পরিবর্তিত হতে পারে। নিম্নোক্ত তালিকাটি ২০২০ সাল অব্দি কার্যকর।

রোলিং স্টক

এই ট্রেনে ২৯০০ শ্রেণীর লোকোমোটিভ ব্যবহার করা হয়। ট্রেনটি পুরনো ভ্যাকুয়াম কোচে ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত চলাচল করতো। বর্তমানে ট্রেনটি সাদা চাইনিজ কোচে চলাচল করে যার ৫ টি শোভন চেয়ার, ৫ টি এসি চেয়ার, ১ টি এসি কেবিন, ১ টি এসি খাবার গাড়ি, ১ টি ননএসি খাবার গাড়ি ও ১ টি পাওয়ার কার মোট ট্রেন লোড ১৪/২৮।

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.