বিজয় এক্সপ্রেস
বিজয় এক্সপ্রেস (ট্রেন নং ৭৮৫/৭৮৬) বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত বাংলাদেশের একটি আন্তঃনগর ট্রেন। এটি চট্টগ্রামের চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ময়মনসিংহের ময়মনসিংহ জংশন রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করে। যাত্রাপথে ট্রেনটি ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ জেলাকে সংযুক্ত করেছে।
বিজয় এক্সপ্রেস | |
---|---|
সংক্ষিপ্ত বিবরণ | |
পরিষেবা ধরন | আন্তঃনগর |
অবস্থা | সচল |
প্রথম পরিষেবা | ১৯ ডিসেম্বর ২০১৪ |
বর্তমান পরিচালক | বাংলাদেশ রেলওয়ে |
যাত্রাপথ | |
শুরু | চট্টগ্রাম রেলওয়ে স্টেশন |
বিরতি | ১০টি |
শেষ | ময়মনসিংহ জংশন রেলওয়ে স্টেশন |
ভ্রমণ দূরত্ব | ৩৪৯ কিলোমিটার (২১৭ মাইল) |
যাত্রার গড় সময় | ৮ ঘণ্টা ৪৭ মিনিট ৩০ সেকেন্ড |
পরিষেবার হার | সপ্তাহে ৬ দিন {অফডে: বুধবার (৭৮৫), মঙ্গলবার (৭৮৬) |
রেল নং | ৭৮৫/৭৮৬ |
যাত্রাপথের সেবা | |
শ্রেণী |
|
আসন বিন্যাস | আছে |
ঘুমানোর ব্যবস্থা | আছে |
খাদ্য সুবিধা | অন-বোর্ড |
মালপত্রের সুবিধা | ওভারহেড র্যাক |
কারিগরি | |
ট্র্যাক গেজ | ১,০০০ মিলিমিটার (৩ ফুট ৩ ৩⁄৮ ইঞ্চি) |
ট্র্যাকের মালিক | বাংলাদেশ রেলওয়ে |
রক্ষণাবেক্ষণ | চট্টগ্রাম |
বিজয় এক্সপ্রেস চট্টগ্রাম−ময়মনসিংহ রুটে চলাচলকারী প্রথম আন্তঃনগর ট্রেন। ২০১৪ সালের ১৯শে ডিসেম্বর ট্রেনটি উদ্বোধন করা হয়।[1][2] ট্রেনটির বেজ চট্টগ্রাম রেলওয়ে স্টেশন।
সময়সূচী
বাংলাদেশ রেলওয়ের সময়সূচী পরিবর্তনশীল। বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সর্বশেষ সময়সূচী যাচাই করার জন্য অনুরোধ করা হলো। নিম্নোক্ত সময়সূচীটি বাংলাদেশ রেলওয়ের ৫২তম সময়সূচী অনুযায়ী, যা ২০২০ সালের ১০ই জানুয়ারি হতে কার্যকর।
ট্রেন
নং |
উৎস | প্রস্থান | গন্তব্য | প্রবেশ | সাপ্তাহিক
ছুটি |
---|---|---|---|---|---|
৭৮৫ | চট্টগ্রাম | ০৯ঃ০০ | ময়মনসিংহ | ১৭ঃ১৭ | বুধবার |
৭৮৬ | ময়মনসিংহ | ২০ঃ৩০ | চট্টগ্রাম | ০৫ঃ৩০ | বুধবার |
যাত্রাবিরতি
অনেকসময় বাংলাদেশ রেলওয়ে কর্তৃক কোনো ট্রেনের যাত্রাবিরতি পরিবর্তিত হতে পারে। নিম্নোক্ত তালিকাটি ২০২০ সাল অব্দি কার্যকর।
- ভাটিয়ারী
- ফেনী জংশন
- লাকসাম জংশন
- কুমিল্লা
- আখাউড়া জংশন
- ভৈরব বাজার জংশন
- সরারচর রেলওয়ে স্টেশন
- কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন
- আঠারবাড়ি রেলওয়ে স্টেশন
- গৌরীপুর জংশন
রোলিং স্টক
এই ট্রেনে ২৯০০ শ্রেণীর লোকোমোটিভ ব্যবহার করা হয়। ট্রেনটি পুরনো ভ্যাকুয়াম কোচে ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত চলাচল করতো। বর্তমানে ট্রেনটি সাদা চাইনিজ কোচে চলাচল করে যার ৫ টি শোভন চেয়ার, ৫ টি এসি চেয়ার, ১ টি এসি কেবিন, ১ টি এসি খাবার গাড়ি, ১ টি ননএসি খাবার গাড়ি ও ১ টি পাওয়ার কার মোট ট্রেন লোড ১৪/২৮।
তথ্যসূত্র
- "চট্টগ্রাম-ময়মনসিংহে আসছে 'বিজয় এক্সপ্রেস'"। bangla.bdnews24.com। ১৬ ডিসেম্বর ২০১৪।
- "চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে প্রথম আন্তনগর ট্রেন 'বিজয় এক্সপ্রেস'"। রাইজিংবিডি ডট কম।