বিজবাগ ইউনিয়ন

বিজবাগ বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত সেনবাগ উপজেলার একটি ইউনিয়ন

বিজবাগ
ইউনিয়ন
৮নং বিজবাগ ইউনিয়ন পরিষদ
বিজবাগ চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
বিজবাগ
বিজবাগ
বিজবাগ বাংলাদেশ-এ অবস্থিত
বিজবাগ
বিজবাগ
বাংলাদেশে বিজবাগ ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৫৫′১০″ উত্তর ৯১°১৩′৪৪″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলানোয়াখালী জেলা
উপজেলাসেনবাগ উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
  মোট১৫.৫৫০ বর্গকিমি (৬.০০৪ বর্গমাইল)
জনসংখ্যা
  মোট৪৮,০০০
  জনঘনত্ব৩,১০০/বর্গকিমি (৮,০০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৬৫%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৮৬২
ওয়েবসাইটhttp://bejbaghup.noakhali.gov.bd/

আয়তন

বিজবাগ ইউনিয়নের আয়তন ১৫.৫৫০ বর্গ কি.মি.।

জনসংখ্যা

জনসংখ্যা-৪৮০০০

অবস্থান ও সীমানা

সেনবাগ উপজেলার দক্ষিণাংশে বিজবাগ ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে মোহাম্মদপুর ইউনিয়নকাবিলপুর ইউনিয়ন, পশ্চিমে বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়ন, দক্ষিণে নবীপুর ইউনিয়ন এবং পূর্বে ফেনী জেলার দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নরামনগর ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

বিজবাগ ইউনিয়ন সেনবাগ উপজেলার আওতাধীন ৮নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সেনবাগ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৯নং নির্বাচনী এলাকা নোয়াখালী-২ এর অংশ। ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হলো:[1]

ওয়ার্ড নং গ্রামের নাম
১নং ওয়ার্ড ধর্মপুর
২নং ওয়ার্ড বীর নারায়ণপুর
৩নং ওয়ার্ড কাজিরখিল
৪নং ওয়ার্ড শ্যামেরগাঁও
৫নং ওয়ার্ড বিজবাগ
৬নং ওয়ার্ড বিজবাগ
৭নং ওয়ার্ড বিজবাগ
৮নং ওয়ার্ড উত্তর বালিয়াকান্দি
৯নং ওয়ার্ড দক্ষিণ বালিয়াকান্দি, মাদলা

শিক্ষা ব্যবস্থা

বিজবাগ ইউনিয়নে সাক্ষরতার হার ৬৫%।

কলেজ-১টি।

মাধ্যমিক বিদ্যালয়-২টি।

প্রাথমিক বিদ্যালয়-সরকারি ১২টি (রেজিস্টার্ড ১টি,কে জি ১১টি)

শিক্ষা প্রতিষ্ঠান

  • সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ
  • বিজবাগ এন.কে উচ্চ বিদ্যালয়(১৯৩৯)
  • জয়নগর উচ্চ বিদ্যালয়
  • বিজবাগ রাব্বানিয়া সিনিয়র মাদ্রসা

যোগাযোগ ব্যবস্থা

সেনবাগ রাস্তার মাথা থেকে দক্ষিনে ৪কিমি ইউনিয়ন পরিষদ কার্য্যালয়

সেবারহাট ও ছমির মুন্সির হাট দিয়ে দক্ষিনে আসলেই ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্রদক্ষিন করা যাবে

কিছু রাস্তা ছাড়া বাকী রাস্তাগুলো পাকা রয়েছে ।

খাল ও নদী

এখানে কোন প্রবাহিত নদী নেই। কিন্তু ইউনিয়নের পূর্ব ও পশ্চিম পাশ দিয়ে কিছু ছোট খাট খাল রয়েছে ।

হাট-বাজার

  • মিয়ারহাট
  • বকসিরহাট
  • ফকিরহাট
  • মজুমদারহাট
  • শ্যামেরগাও বাজার
  • নতুন বাজার

জনপ্রতিনিধি

ইউপি চেয়ারম্যানঃ জনাব সেলিম উদ্দিন কাজল[2]

ইউনিয়ন পরিষদের মেম্বারগণঃ

বিবি হাজেরা খাতুন

আয়েশা বেগম

মাকছুদা আক্তার

মুহাম্মাদ ছায়েদুল হক

জাহাঙ্গীর আলম

ফয়েজ উল্যাহ মিষ্টার

মোঃ আমির হোসেন

মোহাম্মদ হান্নান

মাহবুবুল আলম শিমুল

মোঃ ইসমাইল

মোঃ শাহজাহান

আনোয়ার হোসেন

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "গ্রামসমূহের তালিকা"bejbaghup.noakhali.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। ২৮ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০২০
  2. bejbaghup.noakhali.gov.bd http://bejbaghup.noakhali.gov.bd/bn/site/view/Leaders। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০৩ |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য)

বহিঃসংযোগ

প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.