বিছালী ইউনিয়ন
বিছালী ইউনিয়ন বাংলাদেশের নড়াইল সদর উপজেলার একটি ইউনিয়ন। ইউনিয়নটি ১৯৯৬ খ্রিঃ স্থাপিত হয়।
বিছালী | |
---|---|
ইউনিয়ন | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | নড়াইল জেলা |
উপজেলা | নড়াইল সদর উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
অবস্থান ও আয়তন
বিছালী ইউনিয়নটি জেলা শহর থেকে ২২ কি.মি. দক্ষিণে অবস্থিত। বিছালী ইউনিয়ের উত্তরে কলোড়া ও সিঙ্গাশোলপুর ইউনিয়ন, পূর্বে সিঙ্গাশোলপুর ইউনিয়ন, দক্ষিণে কালিয়া উপজেলার পেড়োলী ইউনিয়ন ও যশোরের অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়ন, পশ্চিমে যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়ন ও বাঘুটিয়া ইউনিয়ন অবস্থিত। এই ইউনিয়নটির আয়তন ২১.৩০ বর্গ কি.মি.
প্রশাসনিক এলাকা
বিছালী ইউনিয়নটি তেরোটি গ্রামের সমান্বয় গঠিত । এ গুলি হলোঃ আড়পাড়া, মির্জাপুর ,রুখালী ,চাকই , মধুরগাতী, আরাজি-মরিচা , আকবপুর , রুন্দিয়া , আটঘরা ,বড়াল ,কালিনগর ,বিছালী ,বনখলিসাখালী
শিক্ষা
বিছালী ইউনিয়নে শিক্ষার হারঃ ৬২%। এখানে রয়েছেঃ
- কলেজঃ ১টি,
- উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ঃ ৫টি,
- প্রাথমিক বিদ্যালয়ঃ ১৪টি।
তথ্যসূত্র
বহিঃসংযোগ
- বিছালী ইউনিয়ন - জাতীয় তথ্য বাতায়ন।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.