বিগ বস ১২
বিগ বস ১২[1][2] হল ভারতীয় টেলিভিশন রিয়ালিটি শো বিগ বসের দ্বাদশ আসর। ওলন্দাজ রিয়ালিটি অনুষ্ঠান বিগ ব্রাদার সিরিজের ওপর নির্মিত বিগ বস বরাবরের মতো এবারো ভারতীয় টেলিভিশন চ্যানেল কালারসে সম্প্রচারিত হচ্ছে । বিগ বসের ইতিহাসে সর্বোচ্চ ৯ম এবং টানা ৪র্থ বারের মতো ভারতীয় অভিনেতা সালমান খান এই আসরটির উপস্থাপনা করছেন। ২০১৮ সালের ১৬ই সেপ্টেম্বর, এই আসরের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।[1][2] উদ্বোধনী অনুষ্ঠানের নাম রাখা হয়েছিল বিগ নাইট। টানা ৩য় বারের মতো এই আসরেও সাধারণ মানুষ এবং সেলেব্রিটি উভয়েই প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছে।
বিগ বস | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
![]()
|
উৎপাদন
পটভূমি
২০১৮ সালের ১৫ই এপ্রিল, কালারস এক টুইটার বার্তায় সাধারণ মানুষকে এই আসরে অংশগ্রহণের জন্য তাদের অন্যতম জনপ্রিয় অনলাইন ভুটে ভিডিও প্রেরণের আহবান জানায়।[3] পরবর্তীতে আরেক বার্তায় জানানো হয় যে, এই আসরে প্রতিযোগীরা জুটিতে অংশগ্রহণ করবে। আয়োজকরা জানিয়েছে যে, মাতা-পিতা, অভিভাবক-সন্তান, ভাইবোন, সহ-কর্মী এবং এমনকি বন্ধুরাও এই আসরে জুটি হিসেবে অংশগ্রহণ করতে পারবে। অতঃপর, তারা "বিচিত্র জুটি"কে এই আসরের আখ্যানবস্তু হিসেবে নির্ধারণ করে তুলে।[1][3][4]
তথ্যসূত্র
- "Bigg Boss 12 to premiere on September 16"। India Today। সংগ্রহের তারিখ জুলাই ২৬, ২০১৮।
- "Khatron Ke Khiladi to get postponed; Bigg Boss 12 to air early this year"। The Times of India। সংগ্রহের তারিখ জুলাই ২০, ২০১৮।
- "Audition Open"। Twitter। সংগ্রহের তারিখ এপ্রিল ১৫, ২০১৮।
- "Bigg Boss 12 to premiere on September 16"। The Times of India। সংগ্রহের তারিখ এপ্রিল ১৮, ২০১৮।