বাহাউদ্দীন স্থাপত্য কমপ্লেক্স

বাহাউদ্দিন স্থাপত্য কমপ্লেক্স হল উজবেকিস্তানের বুখারার একটি কমপ্লেক্স। শেখ বাহা-উদ-দীন বা বোহাউদ্দিন ছিলেন নকশবন্দী তরিকার প্রতিষ্ঠাতা, এবং বুখারার গভর্নরদের আধ্যাত্মিক পৃষ্ঠপোষক হিসেবে বিবেচিত হন; তিনি ১৩৮৯ সালে মারা যান। এই কারণেই তার নেক্রোপলিস, যা পরবর্তীতে তার সমাধিতে স্থাপন করা হয়েছিল, সর্বদা উজবেকিস্তানে সবচেয়ে সম্মানিত ছিল এবং রয়ে গেছে এবং এর খ্যাতি অন্যান্য ইসলামি দেশেও পৌঁছেছে। এই জনবসতির প্রাচীন শীর্ষস্থানীয় নামটি কাসরি আরিফন নামে পরিচিত।

বাহাউদ্দীন নকশবন্দীর মাজার

তথ্যসূত্র

    টেমপ্লেট:Tourist attractions in Uzbekistan

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.