বাস্তু-শাপ (চলচ্চিত্র)

বাস্তুশাপ ২০১৬ সালের ভারতীয় বাংলা চলচ্চিত্র। এই ছবিটি পরিচালনা করেন কৌশিক গঙ্গোপাধ্যায়। এই ছবিতে অভিনয় করেন রাইমা সেন,আবীর চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, চূর্ণী গাঙ্গুলি, কৌশিক গঙ্গোপাধ্যায় সহ আরোও অনেকে।[1][2]

বাস্তু শাপ
নাট্যধারায় মুক্তির পোস্টার
পরিচালককৌশিক গঙ্গোপাধ্যায়
চিত্রনাট্যকারকৌশিক গঙ্গোপাধ্যায়
কাহিনিকারকৌশিক গঙ্গোপাধ্যায়
শ্রেষ্ঠাংশেরাইমা সেন
আবীর চট্টোপাধ্যায়
পরমব্রত চট্টোপাধ্যায়
চূর্ণী গাঙ্গুলি
কৌশিক গঙ্গোপাধ্যায়
সুরকারইন্দ্রদীপ দাশগুপ্ত
দেশভারত
ভাষাবাংলা

কাহিনী

কৌশিক গঙ্গোপাধ্যায় তাঁর নতুন ছবিতে এক অসাধারন গল্প লিখেছেন। ছবির শুরুতেই আমরা দেখি দুই সমবয়সী বন্ধু-কাম-বিজনেস পার্টনার কুশল এবং তিমির ট্রেনে চেপে দার্জিলিং এর কাছে কোনও পাহাড়ি জায়গায় যাচ্ছে। অর্জুনের ব্যক্তিগত আমন্ত্রণে তাদের এই বিজনেস ট্রিপ। এদের ব্যবসা 'বাস্তু কারেকশন'।[3] অর্জুনের ব্রিটিশ বাংলো সম্ভবত বাস্ত্ত হীনতার কারণে অভিশন্ত হয়ে উঠেছে। কিছুতেই বাড়িতে শান্তি ফিরে আসছে না৷ তাই বাস্তু এক্সপার্ট তিমির আর বিজনেস হেড কুশল চলেছে সেখানে৷ কিন্ত্ত সমস্যা হল এদের দু'জন কেউই অর্জুনকে চেনে না৷ কেবল ই-মেল মারফত যোগাযোগে কিছু বেসিক ইনফরমেশন রয়েছে তার সম্পর্কে। ঢাউস মাপের 'লাফিং বুঢ্ঢা' সঙ্গে নিয়ে অর্জুনের হোটেলে পৌঁছে তারা জানতে পারছে বাড়ির বাস্তু কারেকশনটা করতে হবে গোপনে কারণ স্ত্রী বর্না এবং অর্জুনের আশ্রিতা দিদি অন্তরার আপত্তি থাকতে পারে। ফলে কুশলকে পরিচয় বদল করে হতে হয় অর্জুনের কলেজ জীবনের বন্ধু, অনেকদিন পর হঠাৎ দেখা হোটেলের অতিথি হিসেবে, আর তাই ওকে সেখানে না রেখে বাড়িতে নিয়ে আসা। সুযোগ এবং সুবিধে বুঝে 'বাস্তু' ব্যাপারটা উত্থাপন করে কাজ সারতে হবে, এই হল শর্ত।[4][5]

এরপর পুরো ছবি জুড়েই এ রকম নানা ধরনের চোর-পুলিশ খেলা চলতে থাকে যেমন, কুশল আর বন্যা যে যথেষ্ট পূর্বপরিচিত সেটা দর্শক জানলেও বাকি তিন চরিত্র কি সত্যি সত্যিই কোনও সময়ে জানতে পারবে? পারলে কীভাবে? এবং তখন কী হবে, চাপা টেনশন তৈরি হতে থাকে ধীরে ধীরে৷ কিংবা বরফ শীতল বন্যা আর এক্সেনট্রিক বিধবা অন্তরার লাভ হেট সম্পর্কের কতটা সত্যি কতটা মিথ্যে সেটাই বা জানা যাবে কীভাবে? কৌশিক গোটা চিত্রনাট্য জুড়ে এই সব কিছুর ইঙ্গিত দিতে থাকেন অল্প অল্প করে আর পাশাপাশি খুলতে থাকেন এক একটা প্রশ্নের জট৷ এই কায়দা সব সময় যে খুব কাজে এসেছে তা নয়, তবু এই ভাবেই শেষ পর্যন্ত বাস্তুশাস্ত্রের আড়ালে থাকা এক জোড়া বাস্তু শাপের সন্ধান বেরিয়ে আসে।[6][7]

অভিনয়

সঙ্গীত

বাস্তু-শাপ
ইন্দ্রদীপ দাশগুপ্ত কর্তৃক সঙ্গীত

সবগুলি গানের সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত

গান
নং.শিরোনামগায়ক(সমূহ)দৈর্ঘ্য
১."তোমাকে ছুঁয়ে দিলাম (পুরুষ)"অরিজিৎ সিং 
২."তোমাকে ছুঁয়ে দিলাম (মহিলা)"শ্রেয়া ঘোষাল 
৩."রাজা রানীর ভাল হোক"শ্রেয়া ঘোষাল 
৪."আমার তো গল্প বলা কাজ"রূপঙ্কর বাগচী 
৫."গাছে গাছে রোদ"বনি চক্রবর্তী 

মুক্তি

বাস্তুশাপ কলকাতায় জাতীয় ভাবে মুক্তি পায় ২০১৬ সালের ১৫ জানুয়ারী।

তথ্যসূত্র

  1. "Movie Details from pycker.com"। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৬
  2. https://www.facebook.com/GreentouchEnt/posts/1020329531358895
  3. আমার তো গল্প বলা কাজ (বাস্তুশাপ), ২৯ ডিসেম্বর ২০১৫, ৬ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা, সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৫
  4. বাস্তুশাপ’-এ তারকারা, ৩০ ডিসেম্বর ২০১৫, সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৬
  5. ‘বাস্তু-শাপ’ নিয়ে কোয়েল মল্লিক এর কিছু কথা, রেড হার্ট, ২৩ জানুয়ারি ২০১৬, সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৬
  6. বাস্তু ভূত, আনন্দবাজার, ১ জুন ২০১৫, সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৬
  7. চট্টোপাধ্যায় Vs চট্টোপাধ্যায়, ডেইলি হান্ট, ৪ জানুয়ারি ২০১৬, সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৬

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.