বাসুকী (তারামণ্ডল)

বাসুকী (ইংরেজি: Hydra) অধুনিক ৮৮টি তারামণ্ডলের সর্ববৃহৎ; যা ১৩০৩ বর্গডিগ্রী পরিমাপ বিশিষ্ট। তথা এই তারামণ্ডলটি ১০০ ডিগ্রী দৈর্ঘ্য সহ সর্বোচ্চ দৈর্ঘ্য বিশিষ্ট তারামণ্ডল, যা দক্ষিণে তুলামহিষাসুর এবং উত্তরে কর্কট মণ্ডল পর্যন্ত বিস্তৃত। [1]

Hydra
তারামণ্ডল
সংক্ষিপ্ত রূপHya
জেনিটিভHydrae
উচ্চারণ
  • /ˈhdrə/
  • genitive /ˈhdr/
প্রতীকবাদসমুদ্র সর্প
বিষুবাংশ৮–১৫ ঘণ্টা
বিষুবলম্ব−২০°
চতুর্থাংশSQ2
আয়তন১৩০৩ বর্গডিগ্রি (১ম)
প্রধান তারা১৭
বায়ার/ফ্ল্যামস্টিড
তারাসমূহ
৭৫
বহির্গ্রহবিশিষ্ট তারা১৮
৩.০০m-এর অধিক
তারা উজ্জ্বল
১০.০০ pc (৩২.৬২ ly) মধ্যে তারা
উজ্জ্বলতম তারাAlphard (α Hya) (১.৯৮m)
নিকটতম তারাLHS 3003
(২০.৬৭ ly, ৬.৩৪ pc)
মেসিয়ার বস্তু
উল্কাবৃষ্টি
  • Alpha Hydrids
  • Sigma Hydrids
সীমান্তবর্তী তারামণ্ডল
  • বায়ুযন্ত্র মণ্ডল
  • কর্কট
  • শুনী
  • মহিষাসুর
  • করতল
  • কাংস্য
  • সিংহ
  • তুলা
  • শার্দূল (কেণায়)
  • একশৃঙ্গী
  • পাপিস
  • পিক্সিস
  • ষষ্ঠাংশ
  • কন্যা
+৫৪° ও −৮৩° অক্ষাংশের মাঝে দৃশ্যমান।
এপ্রিল মাসে রাত ৯ টায় সবচেয়ে ভাল দেখায়।

তথ্যসূত্র

  1. Ridpath ও Tirion 2001, পৃ. 158–160।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.