বালুখালী ইউনিয়ন
বালুখালী বাংলাদেশের রাঙ্গামাটি জেলার অন্তর্গত রাঙ্গামাটি সদর উপজেলার একটি ইউনিয়ন।
বালুখালী | |
---|---|
ইউনিয়ন | |
৬নং বালুখালী ইউনিয়ন পরিষদ | |
বালুখালী বালুখালী | |
স্থানাঙ্ক: ২২°৪১′৮″ উত্তর ৯২°১৩′৫৩″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | রাঙ্গামাটি জেলা |
উপজেলা | রাঙ্গামাটি সদর উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | বিজয় গিরি চাকমা |
আয়তন | |
• মোট | ১৭৬.১২ বর্গকিমি (৬৮.০০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৮,২৭১ |
• জনঘনত্ব | ৪৭/বর্গকিমি (১২০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৩০.২৯% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৫০০ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
আয়তন
বালুখালী ইউনিয়নের আয়তন ৪৩,৫২০ একর (১৭৬.১২ বর্গ কিলোমিটার)।[1] এটি রাঙ্গামাটি সদর উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন।
জনসংখ্যা
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী বালুখালী ইউনিয়নের লোকসংখ্যা ৮,২৭১ জন। এর মধ্যে পুরুষ ৪,২৫৭ জন এবং মহিলা ৪,০১৪ জন।[2]
অবস্থান ও সীমানা
রাঙ্গামাটি সদর উপজেলার সর্ব-পূর্বে বালুখালী ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব নৌপথে প্রায় ১০ কিলোমিটার। এ ইউনিয়নের পশ্চিমে জীবতলী ইউনিয়ন, মগবান ইউনিয়ন, কাপ্তাই হ্রদ ও রাঙ্গামাটি পৌরসভা; উত্তরে বন্দুকভাঙ্গা ইউনিয়ন ও বরকল উপজেলার সুবলং ইউনিয়ন; পূর্বে জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়ন, জুরাছড়ি ইউনিয়ন ও মৈদং ইউনিয়ন এবং দক্ষিণে বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ি ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
বালুখালী ইউনিয়ন রাঙ্গামাটি সদর উপজেলার আওতাধীন ৬নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম রাঙ্গামাটি কোতোয়ালী থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৯নং নির্বাচনী এলাকা পার্বত্য রাঙ্গামাটি এর অংশ। এটি ৫৮নং হাজারীবাগ, ১১৪নং বালুখালী, ১১৬নং রাঙ্গামাটি, ১২৩নং হেমন্ত, ১২৫নং ফুলগাজী, ১২৮নং বসন্ত এবং ১২৯নং কাইন্দ্যা এ ৭টি মৌজা নিয়ে গঠিত।[3]
ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:
ওয়ার্ড নং | গ্রামের নাম |
---|---|
১নং ওয়ার্ড | কান্দেব ছড়া পাড়া, হাজারীবাগ পাড়া, কাবুক্যা পাড়া, জারুলছড়ি পাড়া |
২নং ওয়ার্ড | আমতলী পাড়া, মধ্য পাড়া, কিল্লামুড়া বাঙ্গালী পাড়া, কার্বারী পাড়া, মরিচ্যাবিল তঞ্চঙ্গ্যা পাড়া, মরিচ্যাবিল চাকমা পাড়া, কিল্লামুড়া পাড়া |
৩নং ওয়ার্ড | খারিক্ষ্যং উঁচু পাড়া, খারিক্ষ্যং নিচু পাড়া, নোয়ামনি পাড়া |
৪নং ওয়ার্ড | কাইন্দ্যা পাড়া, কাইন্দ্যা দৌজরী পাড়া, ডাইনে কাইন্দ্যা পাড়া, এগজ্যাছড়ি পাড়া |
৫নং ওয়ার্ড | আদার পাহাড়, মার্মা পাড়া, সাপমারা পাহাড় |
৬নং ওয়ার্ড | বালুখালী শুকরছড়ি পাড়া, বালুখালী মধ্য পাড়া, বালুখালী দুলুছড়ি পাড়া |
৭নং ওয়ার্ড | হাজাছড়া পাড়া, শিলছড়ি পাড়া, হেমন্ত কিচিং পাড়া, ফেমাছড়া পাড়া |
৮নং ওয়ার্ড | বসন্ত নিচু পাড়া, বসন্ত মইন পাড়া, ইন্দ্রমনি পাড়া, কাইন্দ্যা মুখ পাড়া |
৯নং ওয়ার্ড | বসন্ত পাংখোয়া পাড়া, লক্ষণ্যা পাড়া, বাদলছড়ি পাড়া, দুত্তাং পাড়া, ভিজাকিচিং পাড়া |
শিক্ষা ব্যবস্থা
বালুখালী ইউনিয়নের সাক্ষরতার হার ৩০.২৯%।[1] এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ২০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[3]
শিক্ষা প্রতিষ্ঠান
- মাধ্যমিক বিদ্যালয়
- বসন্ত উচ্চ বিদ্যালয়
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- কাইন্দ্যা দৌজরী পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- কিল্লামুড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- বাদলছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- কাইন্দ্যা দৌজরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কাইন্দ্যা মুখ পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- কাবুক্যাপাড়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- কিল্লাপাহাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়
- খারিক্ষ্যং উঁচু পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- খারিক্ষ্যং নিচু পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- দুত্তাং পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- বসন্ত নিচু পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- বসন্ত পাংখোয়া পাড়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- বসন্ত মইন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বসন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বাদলছড়ি মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বালুখালী বটতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ভিজাকিচিং সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মরিচ্যাবিল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- শিক্ষাধন কার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সাপমারা পাহাড় রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- হাজাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হাজারীবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হেমন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
বালুখালী ইউনিয়নে যোগাযোগেরর প্রধান মাধ্যম নৌপথ। সেক্ষেত্রে রাঙ্গামাটি সদর উপজেলার বনরুপা, তবলছড়ি অথবা রিজার্ভ বাজার লঞ্চঘাট থেকে ইঞ্জিনবোট যোগে যেতে হবে।[7]
খাল ও নদী
বালুখালী ইউনিয়নের মধ্যাংশ জুড়ে রয়েছে কাপ্তাই হ্রদ। এছাড়া কর্ণফুলী নদীর প্রবাহধারা এ ইউনিয়নের মধ্য দিয়ে বহমান।[8]
হাট-বাজার
বালুখালী ইউনিয়নের প্রধান হাট-বাজার হল বালুখালী বাজার।[9]
জনপ্রতিনিধি
- বর্তমান চেয়ারম্যান: বিজয় গিরি চাকমা[11]
তথ্যসূত্র
- "রাঙ্গামাটি সদর উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- "◌ গ্রামভিত্তিক জনসংখ্যা"। balukhaliup.rangamati.gov.bd।
- "◌ এক নজরে বালুখালী ইউপি"। balukhaliup.rangamati.gov.bd।
- "নিম্ন মাধ্যমিক বিদ্যালয়"। balukhaliup.rangamati.gov.bd।
- "রাঙামাটি সদরের বালুখালীতে উচ্চ শিক্ষা মাত্র ৮ম শ্রেনী পর্যন্ত - সিএইচটি টুডে"। www.oldsite.chttoday.com।
- http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=414&thana=41401&union=13%5B%5D
- "◌ যোগাযোগ ব্যবস্থা"। balukhaliup.rangamati.gov.bd। ১৬ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৮।
- "খাল ও নদী - ৬ নং বালুখালী ইউনিয়ন-"। balukhaliup.rangamati.gov.bd।
- "হাট-বাজার - ৬ নং বালুখালী ইউনিয়ন-"। balukhaliup.rangamati.gov.bd। ২৫ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৮।
- "◌ দর্শনীয়স্থান - ৬ নং বালুখালী ইউনিয়ন-"। balukhaliup.rangamati.gov.bd।
- "চেয়ারম্যান এর প্রোফাইল"। balukhaliup.rangamati.gov.bd।