বালিয়া ইউনিয়ন, ঠাকুরগাঁও সদর

বালিয়া ইউনিয়ন বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[1]

বালিয়া
ইউনিয়ন
৫নং বালিয়া ইউনিয়ন পরিষদ
বালিয়া রংপুর বিভাগ-এ অবস্থিত
বালিয়া
বালিয়া
বালিয়া বাংলাদেশ-এ অবস্থিত
বালিয়া
বালিয়া
বাংলাদেশে বালিয়া ইউনিয়ন, ঠাকুরগাঁও সদরের অবস্থান
স্থানাঙ্ক: ২৬°৭′২৭″ উত্তর ৮৮°৩২′১৮″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাঠাকুরগাঁও জেলা
উপজেলাঠাকুরগাঁও সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
  ইউপি চেয়ারম্যানমো: নূর এর আলম ছিদ্দিকি মুক্তি
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)

অবস্থান ও সীমানা

বালিয়া ইউনিয়ন বর্তমানে ঠাকুরগাঁও জেলা সদরের উত্তরে ভূল্লী বাজার নামক স্থানে অবস্থিত। ভূল্লী বাজারের বটতলা নামক স্থা থেকে ১০০ মিটার পূর্বে বালিয়া ইউনিয়ন পরিষদ অবস্থিত।

আয়তন ও জনসংখ্যা

৫নং বালিয়া ইউনিয়নের আয়তন হলো ৩৮.৬৯ বর্গকিলোমিটা। এর জনসংখ্যা হলো প্রায় ২৯৭২১ জন। তথ্য সূত্রঃ roc.gov.bd [২০১৫ আদমশুমারী অনুযায়ী]

শিক্ষা

শিক্ষার হার : ৪৯% (২০০১ সালের শিক্ষাগত জরিপ অনুযায়ী)

শিক্ষা প্রতিষ্ঠান:

  1. সরকারি প্রাথমিক বিদ্যালয়- ৮টি
  2. হাই স্কুল-৮টি
  3. মাদ্রাসা -৩টি

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

রেজওয়ানুল হক ইদু চৌধুরী

জনপ্রতিনিধি

বর্তমান চেয়ারম্যান- মো:নূর এ আলম ছিদ্দিকি (মুক্তি)

চেয়ারম্যানগণের তালিকা
ক্রমিক নং নাম মেয়াদ কাল
ইনামূল হক চৌধরী -১৬ ডিসেম্বর ১৯৭১
আনছারুল হক চৌধরী ১৭ ডিসেম্বর ১৯৭১-১২ ফেব্রুয়ারি ১৯৯০
আফাজ উদ্দীন আহেমদ ১১ জুলাই ১৯৯০-১২ মে ১৯৯২
আফাজ উদ্দীন ভূইয়া ১২ মে ১৯৯২-১৯ এপ্রিল ২০০৩
আব্দুর সাত্তার ১১ আগস্ট ২০০৩-১১ আগস্ট ২০১১
আফাজ উদ্দীন ভূইয়া ১১ আগস্ট ২০১১-১ আগস্ট ২০১৬
মো:নূর এ আলম ছিদ্দিকি (মুত্তি) ১ আগস্ট ২০১৬-চলতি

তথ্যসূত্র

  1. "বালিয়া ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২০২০-০১-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-৩০

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.