বালিজুরি ইউনিয়ন
বালিজুরি ইউনিয়ন বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার একটি ইউনিয়ন।[1][2]
বালিজুরি ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
৭নং বালিজুরি ইউনিয়ন পরিষদ। | |
বালিজুরি ইউনিয়ন বালিজুরি ইউনিয়ন | |
স্থানাঙ্ক: ২৫°৬′১৫.০০১″ উত্তর ৯১°১৪′১২.৯৯৮″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | সিলেট বিভাগ |
জেলা | সুনামগঞ্জ জেলা |
উপজেলা | তাহিরপুর উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | আজাদ হোসেন |
আয়তন | |
• মোট | ১,৫০৪ হেক্টর (৩,৭১৬ একর) |
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুযায়ী) | |
• মোট | ১৯,৩৩৮ |
• জনঘনত্ব | ১,৩০০/বর্গকিমি (৩,৩০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৬০ ৯০ ৯২ ১০ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
অবস্থান ও সীমানা
পূর্বে ও উত্তরে বাদাঘাট ইউনিয়ন, পশ্চিমে তাহিরপুর সদর ইউনিয়ন,দক্ষিণে ফতেহপুর ইউনিয়ন।
আয়তন ও জনসংখ্যা
আয়তন –৩৮.৫৩ একর। জনসংখ্যা- ২১৩৩৬ জন।
শিক্ষা
শিক্ষার হার : ৩৬.২৪%।
শিক্ষা প্রতিষ্ঠান
- উচ্চ বিদ্যালয়ঃ ২টি
- মাদ্রাসা-০১টি
- মাদ্রাসা-১টি
- মক্তব- ৮টি
জনপ্রতিনিধি
বর্তমান চেয়ারম্যান- আব্দুল জহুর তালুকদার
ক্রমিক | নাম | মেয়াদ |
---|---|---|
০১ | মোঃ আব্দুস ছাত্তার | ১৯৭৪-১৯৭৭ |
০২ | সামছুল হক | ১৯৭৭-১৯৮৪ |
০৩ | আব্দুল গণি | ১৯৮৪-১৯৮৮ |
০৪ | মোঃ সামছুল হক | ১৯৮৮-১৯৯৮ |
০৫ | মোঃ আতাউর রহমান | ১৯৯৮-২০১৬ |
০৬ | আব্দুল জহুর তালুকদার | ২০১৬ |
০৭ | আজাদ হোসেন | ২০২২-চলমান
আরও দেখুনতথ্যসূত্র
|
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.