বারাকপুর ইউনিয়ন
বারাকপুর ইউনিয়ন বাংলাদেশের খুলনা জেলার দিঘলিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[1]
বারাকপুর ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
![]() ![]() বারাকপুর ইউনিয়ন ![]() ![]() বারাকপুর ইউনিয়ন | |
স্থানাঙ্ক: ২২°৫৫′৮.৪″ উত্তর ৮৯°৩১′৪১.৯″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | খুলনা জেলা |
উপজেলা | দিঘলিয়া উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান ও আয়তন
বারাকপুর ইউনিয়নের পশ্চিম পার্শে ভৈরব নদী, উত্তরে মুজদখালী নদী, পূর্ব পাশে আত্রাই নদী ও দক্ষিণে দিঘলিয়া ইউনিয়ন।[2] বারাকপুর ইউনিয়ন এর আয়তন ৯.৫০৪ বর্গমাইল এবং ২০০১ সালের আদমশুমারী অনুযায়ী লোকসংখ্যা ২০,৪৯৫ জন। এখানে মোট শিক্ষিতের হার ৭০%। ইউনিয়নের মোট গ্রামের সংখ্যা-১০ টি এবং মৌজা ১০ টি। গ্রাম গুলো হচ্ছে লাখোহাটি, বারাকপুর, ঘোষগাতী, নন্দনপ্রতাপ, বোয়ালিয়ার চর, লক্ষীকাটি, আড়ুয়া, আমবাড়ীয়া, রাধামাধবপুর, কামারগাতী।[3]
নদনদী
- ভৈরব নদ
- আত্রাই নদী
- মুজদখালী নদী
শিক্ষাপ্রতিষ্ঠান
- উচ্চমাধ্যমিক বিদ্যালয়
- লাখোহাটী মাধ্যমিক বিদ্যালয়, দিঘলিয়া, খুলনা। ১৯৬৯ইং সালে স্থাপিত
- বারাকপুর মাধ্যমিক বিদ্যালয় ১৯৩৮সালে স্থাপিত [4]
তথ্যসূত্র
- "ইউনিয়ন সমূহ - দিঘলিয়া উপজেলা - জাতীয় তথ্য বাতায়ন"।
- "ভৌগোলিক অবস্থান। বারাকপুর ইউনিয়ন"। জাতীয় তথ্য বাতায়ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৮।
- "এক নজরে বারাকপুর ইউনিয়ন"। জাতীয় তথ্য বাতায়ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৮।
- "উচ্চমাধ্যমিক বিদ্যালয়। ইউনিয়ন"। জাতীয় তথ্য বাতায়ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৮।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.