বারবারা ডি. মেটকাল্ফ
বারবারা ড্যালি মেটকাল্ফ (জন্ম: ১৩ সেপ্টেম্বর ১৯৪১) মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপিকা। তিনি দক্ষিণ এশিয়া, বিশেষত উপনিবেশিক আমলের ইতিহাস এবং মুসলিম জনসংখ্যার ভারত এবং পাকিস্তানের ইতিহাস বিশেষজ্ঞ। তিনি এর আগে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কলেজ অফ লেটারস অ্যান্ড সায়েন্সের ডিন এবং মিশিগান বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অ্যালিস ফ্রিম্যান পামার অধ্যাপিকা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন (২০০৩—২০০৯)। তিনি ১৯৯৪ সালে অ্যাসোসিয়েশন ফর এশিয়ান স্টাডিজের সভাপতি এবং ২০১০-১১ সালে আমেরিকান হিস্টোরিকাল অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন।[1]
বারবারা ড্যালি মেটকাল্ফ | |
---|---|
উপাধি | এমেরিটাস অধ্যাপক |
উচ্চশিক্ষায়তনিক পটভূমি | |
মাতৃ-শিক্ষাপ্রতিষ্ঠান | ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলি |
উচ্চশিক্ষায়তনিক কর্ম | |
প্রধান আগ্রহ | ভারতের ইতিহাস |
উল্লেখযোগ্য কাজ |
|
তথ্যসূত্র
- Gilmartin, David। "Barbara D. Metcalf Biography"। American Historical Association। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৪।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.