বায়ার উয়ারডিংগ্ন ক্রিকেট মাঠ
বায়ার উয়ারডিংগ্ন ক্রিকেট মাঠ জার্মানির ক্রেফেল্ট শহরে অবস্থিত একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট মাঠ। মাঠটি জার্মানির জাতীয় ক্রিকেট পারফরম্যান্স কেন্দ্রের অংশ।[1] জার্মান ক্রিকেট ফেডারেশন ও স্থানীয় ক্লাব বায়ার ০৫ উয়ারডিংগ্নের যৌথ উদ্যোগে প্রস্তুত হওয়া মাঠটির নির্মাণকাজ ২০২১ সালে সম্পূর্ণ হয়।[1]
স্টেডিয়ামের তথ্যাবলি | |
---|---|
অবস্থান | উয়ারডিংগ্ন, ক্রেফেল্ট, উত্তর রাইন-ভেস্টফালেন |
দেশ | জার্মানি |
স্থানাঙ্ক | ৫১°২১′৫৫.২″ উত্তর ৬°৩৭′৪৯.৭″ পূর্ব |
প্রতিষ্ঠা | ২০২১ |
স্বত্ত্বাধিকারী | জার্মান ক্রিকেট ফেডারেশন |
আন্তর্জাতিক খেলার তথ্য | |
প্রথম পুরুষ টি২০আই | ৫ আগস্ট ২০২১: জার্মানি বনাম নরওয়ে |
সর্বশেষ পুরুষ টি২০আই | ১২ জুন ২০২২: জার্মানি বনাম অস্ট্রিয়া |
প্রথম নারী টি২০আই | ৮ জুলাই ২০২১: জার্মানি বনাম ফ্রান্স |
সর্বশেষ নারী টি২০আই | ৩ জুলাই ২০২২: জার্মানি বনাম নামিবিয়া |
২৯ জুলাই ২০২২ অনুযায়ী উৎস: ইএসপিএনক্রিকইনফো |
২০২১ সালের জুলাই মাসে জার্মানি ও ফ্রান্সের মধ্যকার একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) সিরিজ আয়োজনের মধ্য দিয়ে মাঠটি আন্তর্জাতিক অঙ্গনে প্রবেশ করে।[2][3] তার পরবর্তী মাসে মাঠটিতে প্রথমবার পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেট অনুষ্ঠিত হয়, যখন নরওয়ে ও ফ্রান্স স্বাগতিক জার্মানির সঙ্গে একটি ত্রিদেশীয় সিরিজে অংশ নেয়।[4]
আন্তর্জাতিক রেকর্ড
তথ্যসূত্র
- "DCB proud to announce first national performance centre in Krefeld (English version)"। জার্মান ক্রিকেট ফেডারেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২০।
- "Germany announces five-match women's T20 international series against France"। ইমার্জিং ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২১।
- "Golden Eagles to host France in a bi-lateral T20I series in July 2021"। জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২১।
- "Global Game: Germany crowned T20I tri-series champions"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২১।
- "Statistics / Statsguru / Twenty20 Internationals / Bowling records"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২২।
বহিঃসংযোগ
- ক্রিকেটআর্কাইভে বায়ার উয়ারডিংগ্ন ক্রিকেট মাঠ (ইংরেজি) (সদস্যতা প্রয়োজনীয়)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.