বামনডাঙ্গা ইউনিয়ন, নাগেশ্বরী

৩নং বামনডাঙ্গা ইউনিয় বাংলাদেশের কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার একটি ইউনিয়ন পরিষদ।[1]

বামনডাঙ্গা ইউনিয়
ইউনিয়ন
৩নং বামনডাঙ্গা ইউনিয় পরিষদ
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাকুড়িগ্রাম জেলা
উপজেলানাগেশ্বরী উপজেলা 
প্রতিষ্ঠা২৭-০৫-২০১১ইং
আয়তন
  মোট০৯.৫২ বর্গকিমি (৩.৬৮ বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৫০%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

অবস্থান

বামনডাঙ্গা ইউনিয়নটি নাগেশ্বরী উপজেলার পূর্ব উত্তর কোনে প্রায় ৪ কি.মি. দূরে অবস্থিত । বামনডাঙ্গা ইউনিয়নের পূর্বে কেদার, পশ্চিমে নাগেশ্বরী পৌরসভা, উত্তরে রায়গন্জ, দক্ষিণে বেরুবাড়ী ।[2]

সাধারণ তথ্য

  • মৌজা-৬টি, যথা- বামনডাঙ্গা, লুছনী, চরলুছনী, কুটিরচর, মালিয়ানী ও তেলিয়ানী ।
  • গ্রাম-২৪টি। যথা-বড়মানী, নামাহাল্যা, ধনিটারী, সরকার পাড়া, কবিরাজ পাড়া, সেনপাড়া, অন্তাইর পাড়, পাটেশ্বরী, মমিনগন্জ, পানাতিটারী, মিয়াপাড়া, সর্দারটারী, গলাদিগলী, কুটিবামনডাঙ্গা, লুছনী, চরলুছণী, কুটিরচর, সিটমালিয়ানী, মালিয়ানী, তেলিয়ানী, তেলিয়ানীর কুটি, কুড়ার পাড় , আনছার হাট, তেলিয়ানীর পাড়।
  • কমিউনিটি ক্লিনিক = ৩ টি
  • হাট বাজার -২টি। যথা-আনন্দ বাজার ও বড়মানী বাজার
  • এনজিও-৫টি
  • হাফেজী মাদ্রসা ১টি
  • কবরস্থান-১টিি
  • ঈদগাহ-৯টি
  • ক্রীড়া সংগঠন-১টি
  • সাংস্কৃতিক সংগঠন-১টি।
  • মসজিদ = ৪২ টি
  • মন্দির = ০১ টি।[2]

যোগাযোগ ব্যবস্থা

কুড়িগ্রাম জেলার, নাগেশ্বরী উপজেলা বাসষ্ট্যান্ট হইতে সোজা পূর্ব-উত্তর কোনে ওয়াবদা বাজার যাওয়ার পথে হাতের বামে সুদৃর্শ্যমান এই ইউনিয়ন পরিষদ ভবনটি আপনার চোখে পড়বে ।[2]

নদ-নদী

এই ইউনিয়নে একটি মাত্র নদী তার নাম দুধকুমার নদী[2]

দর্শনীয়

আরও দেখুন

তথ্যসূত্র

  1. উপজেলা, নাগেশ্বরী (২৭-৭-২০২১)। "নাগেশ্বরী উপজেলা"নাগেশ্বরী উপজেলা। সংগ্রহের তারিখ ২৭-৭-২০২১ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ=, |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. ইউনিয়ন, বামনডাঙ্গা (২৮ জুলাই, ২০২১)। "বামনডাঙ্গা ইউনিয়ন"বামনডাঙ্গা ইউনিয়ন। সংগ্রহের তারিখ ২৮ জুলাই, ২০২১ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ=, |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.