বাবা কেন চাকর

বাবা কেন চাকর ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী পারিবার কেন্দ্রিক নাট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা, চিত্রনাট্য ও প্রযোজনা লিখেছেন রাজ্জাক এবং কাহিনি ও সংলাপ লিখেছেন জামান আখতার[1] এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রাজ্জাক, এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ডলি জহুর, বাপ্পারাজ, অমিত হাসানআঞ্জুমান আরা শিল্পী সহ অন্যান্যরা। চলচ্চিত্রের খালিদ হাসান মিলুর গাওয়া "আমার মতো এত সুখী নয়তো কারও জীবন" গানটি রাজ্জাকের কর্মজীবনের অন্যতম সেরা গান হিসাবে বিবেচিত হয়।[2]

বাবা কেন চাকর
পরিচালকরাজ্জাক
প্রযোজকরাজ্জাক
চিত্রনাট্যকাররাজ্জাক
কাহিনিকারজামান আখতার
শ্রেষ্ঠাংশে
সুরকারআলাউদ্দিন আলী
চিত্রগ্রাহকরেজা লতিফ
সম্পাদকসৈয়দ আওয়াল
প্রযোজনা
কোম্পানি
রাজলক্ষ্মী প্রোডাকশন
মুক্তি১৯৯৭
দৈর্ঘ্য১৫৬ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

অভিনয়

সংগীত

বাবা কেন চাকর
আলাউদ্দিন আলী কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম
মুক্তির তারিখ১৯৯৭
ঘরানাচলচ্চিত্রের সঙ্গীত
ভাষাবাংলা
আলাউদ্দিন আলী কালক্রম
শুধু তুমি
(১৯৯৭)
বাবা কেন চাকর
(১৯৯৭)
বাবা কেন চাকর
(১৯৯৮)

চলচ্চিত্রটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন বিশিষ্ট সংগীতজ্ঞ আলাউদ্দিন আলী এবং সবগুলো গান লিখেছেন মুহাম্মদ রফিকুজ্জামান[3][4][5]

গানের তালিকা
নং.শিরোনামকণ্ঠশিল্পীদৈর্ঘ্য
১."আমার মতো এতো সুখী"খালিদ হাসান মিলু৪:৫২
২."আমার মতো এতো সুখী" (বেদানায়ক সংস্করণ)খালিদ হাসান মিলু২:২০
৩."রেল গাড়ি ঝোমা ঝম"এম এ খালেক৩:২৩
৪."আমি বধু সেজে থাকবো"মিতালি মুখার্জি, খান আসিফুর রহমান আগুন৫:০৮
৫."ভালোবেসে যদি ডাকো জীবন দিয়ে দেবো"মিতালি মুখার্জি, সুজয় কুমার৭:০৫
৬."ভালোবাসা অন্ধ"মিতালি মুখার্জি, কুমার সুজয়৪:৪০
৭."একলা কোনো কথা আমি"মিতালি মুখার্জি, কুমার সুজয়৪:৫৭
মোট দৈর্ঘ্য:৩২:২৩

পুনঃনির্মাণ

চলচ্চিত্রটি ১৯৯৮ সালে একই নামে স্বপন সাহার পরিচালনায় ভারতে বাংলা ভাষায় পুনঃনির্মাণ করা হয়, যেখানে কেন্দ্রীয় চরিত্রে পুনরায় অভিনয় করেন রাজ্জাক[6]

তথ্যসূত্র

  1. "চলচ্চিত্রে বাবা"bangla.bdnews24.com। ২০১৪-০৬-১৫। সংগ্রহের তারিখ ২০২১-০৮-২২
  2. রহমান মতি (২০১৭-০৮-২২)। "যে ছবিগুলো দিয়ে অমর হয়ে থাকবেন তিনি"Prothom Alo। সংগ্রহের তারিখ ২০২১-০৮-২২
  3. "Baba Keno Chakor (Original Motion Picture Soundtrack)"Amazon। সংগ্রহের তারিখ ২০২১-০৮-২২
  4. "Baba Keno Chakor (Original Motion Picture Soundtrack)"Spotify
  5. "Baba Keno Chakor (Original Motion Picture Soundtrack)"Hungama (ইংরেজি ভাষায়)। ২২ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০২১
  6. "Baba Keno Chakar (1998)"। ২৫ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.