বাবা কেন চাকর
বাবা কেন চাকর ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী পারিবার কেন্দ্রিক নাট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা, চিত্রনাট্য ও প্রযোজনা লিখেছেন রাজ্জাক এবং কাহিনি ও সংলাপ লিখেছেন জামান আখতার।[1] এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রাজ্জাক, এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ডলি জহুর, বাপ্পারাজ, অমিত হাসান ও আঞ্জুমান আরা শিল্পী সহ অন্যান্যরা। চলচ্চিত্রের খালিদ হাসান মিলুর গাওয়া "আমার মতো এত সুখী নয়তো কারও জীবন" গানটি রাজ্জাকের কর্মজীবনের অন্যতম সেরা গান হিসাবে বিবেচিত হয়।[2]
বাবা কেন চাকর | |
---|---|
পরিচালক | রাজ্জাক |
প্রযোজক | রাজ্জাক |
চিত্রনাট্যকার | রাজ্জাক |
কাহিনিকার | জামান আখতার |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | আলাউদ্দিন আলী |
চিত্রগ্রাহক | রেজা লতিফ |
সম্পাদক | সৈয়দ আওয়াল |
প্রযোজনা কোম্পানি | রাজলক্ষ্মী প্রোডাকশন |
মুক্তি | ১৯৯৭ |
দৈর্ঘ্য | ১৫৬ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
অভিনয়
- রাজ্জাক
- ডলি জহুর
- বাপ্পারাজ
- আঞ্জুমান আরা শিল্পী
- মিঠুন
- কাজল
- অমিত হাসান
- মজিদ বঙ্গবাসী
- শর্বরী দাসগুপ্ত
- আরিফুল হক
- হারুন
- আবুল হায়াত
- তুষার খান
- মর্জিনা
- তিথিয়া
সংগীত
বাবা কেন চাকর | ||||
---|---|---|---|---|
আলাউদ্দিন আলী কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম | ||||
মুক্তির তারিখ | ১৯৯৭ | |||
ঘরানা | চলচ্চিত্রের সঙ্গীত | |||
ভাষা | বাংলা | |||
আলাউদ্দিন আলী কালক্রম | ||||
|
চলচ্চিত্রটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন বিশিষ্ট সংগীতজ্ঞ আলাউদ্দিন আলী এবং সবগুলো গান লিখেছেন মুহাম্মদ রফিকুজ্জামান।[3][4][5]
গানের তালিকা | |||
---|---|---|---|
নং. | শিরোনাম | কণ্ঠশিল্পী | দৈর্ঘ্য |
১. | "আমার মতো এতো সুখী" | খালিদ হাসান মিলু | ৪:৫২ |
২. | "আমার মতো এতো সুখী" (বেদানায়ক সংস্করণ) | খালিদ হাসান মিলু | ২:২০ |
৩. | "রেল গাড়ি ঝোমা ঝম" | এম এ খালেক | ৩:২৩ |
৪. | "আমি বধু সেজে থাকবো" | মিতালি মুখার্জি, খান আসিফুর রহমান আগুন | ৫:০৮ |
৫. | "ভালোবেসে যদি ডাকো জীবন দিয়ে দেবো" | মিতালি মুখার্জি, সুজয় কুমার | ৭:০৫ |
৬. | "ভালোবাসা অন্ধ" | মিতালি মুখার্জি, কুমার সুজয় | ৪:৪০ |
৭. | "একলা কোনো কথা আমি" | মিতালি মুখার্জি, কুমার সুজয় | ৪:৫৭ |
মোট দৈর্ঘ্য: | ৩২:২৩ |
পুনঃনির্মাণ
চলচ্চিত্রটি ১৯৯৮ সালে একই নামে স্বপন সাহার পরিচালনায় ভারতে বাংলা ভাষায় পুনঃনির্মাণ করা হয়, যেখানে কেন্দ্রীয় চরিত্রে পুনরায় অভিনয় করেন রাজ্জাক।[6]
তথ্যসূত্র
- "চলচ্চিত্রে বাবা"। bangla.bdnews24.com। ২০১৪-০৬-১৫। সংগ্রহের তারিখ ২০২১-০৮-২২।
- রহমান মতি (২০১৭-০৮-২২)। "যে ছবিগুলো দিয়ে অমর হয়ে থাকবেন তিনি"। Prothom Alo। সংগ্রহের তারিখ ২০২১-০৮-২২।
- "Baba Keno Chakor (Original Motion Picture Soundtrack)"। Amazon। সংগ্রহের তারিখ ২০২১-০৮-২২।
- "Baba Keno Chakor (Original Motion Picture Soundtrack)"। Spotify।
- "Baba Keno Chakor (Original Motion Picture Soundtrack)"। Hungama (ইংরেজি ভাষায়)। ২২ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০২১।
- "Baba Keno Chakar (1998)"। ২৫ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৮।