বাপ বেটা ৪২০
বাপ বেটা ৪২০ ১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী নাট্ট্য চলচ্চিত্র।[1] শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, মান্না, চম্পা, আহমেদ শরীফ, এটিএম শামসুজ্জামান সহ আরও অনেকে।[2][3][4][5][6]
বাপ বেটা ৪২০ | |
---|---|
পরিচালক | আজিজুর রহমান |
প্রযোজক |
|
কাহিনিকার | ছটকু আহমেদ |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | আনোয়ার পারভেজ |
চিত্রগ্রাহক | রেজা লতিফ |
সম্পাদক | আমজাদ হোসেন |
মুক্তি | ১৯৯১ |
দৈর্ঘ্য | ২ ঘণ্টা ৩৫ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
চলচ্চিত্রটি ১৯৯১ সালে বাংলাদেশে মুক্তি পায়।মুক্তির পর ছবিটি ব্যাবসায়িক সফল হয়।[7]
অভিনয়ে
সঙ্গীত
বাপ বেটা ৪২০ চলচ্চিত্রের গান লিখেছেন কাজী আজিজ, আহমেদ জামান চৌধুরী, মনিরুজ্জামান মনির ও গাজী মাজহারুল আনোয়ার সুর ও সঙ্গীতায়োজন করেছেন আনোয়ার পারভেজ এবং গানে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, খুরশিদ আলম, এন্ড্রু কিশোর, লাভলী ইয়াসমিন ও খালিদ হাসান মিলু।[8]
তথ্যসূত্র
- প্রতিবেদক, নিজস্ব। "আজ দেখতে পারেন"। Prothomalo। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০২১।
- "প্রিয় অবসর: ২৯ ফেব্রুয়ারি ২০১৬"। প্রিয়.কম (ইংরেজি ভাষায়)।
- "নিভৃতে ইলিয়াস কাঞ্চন"।
- "শোক"। মানবজমিন।
- "সুপারস্টার ইলিয়াস কাঞ্চনের গল্প বলি - বাংলা মুভি ডেটাবেজ"।
- "মহানায়ক মান্না: নব্বই দশকের বাংলা চলচ্চিত্রের এক 'তেজি পুরুষ'" (ইংরেজি ভাষায়)। ১৬ আগস্ট ২০২১।
- "চলচ্চিত্র -কালের কণ্ঠ"। Kalerkantho। ৭ আগস্ট ২০১৪।
- "টিভিতে চলচ্চিত্র"।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে বাপ বেটা ৪২০ (ইংরেজি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.