বান্দরবান সেনানিবাস

বান্দরবান সেনানিবাস বাংলাদেশের বান্দরবান জেলায় অবস্থিত একটি সেনানিবাস।[1] এখানে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড এবং বান্দরবান সেনা রিজিয়নের সদরদপ্তর অবস্থিত।

বান্দরবান সেনানিবাস
সদর, বান্দরবান
ধরনব্রিগেড সদরদপ্তর, সেনানিবাস
সাইটের তথ্য
নিয়ন্ত্রন করেবাংলাদেশ সেনাবাহিনী
রক্ষীসেনা তথ্য
বর্তমান
কমান্ডার
ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি

এটি পার্বত্য চট্টগ্রাম এলাকায় অবস্থিত ৬টি সেনানিবাসের অন্যতম।[2] বান্দরবান সেনানিবাসস্থ শীর্ষ সেনা কর্মকর্তা তথা ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার হিসাবে দায়িত্বরত আছেন ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মোঃ শহিদুল ইমরান,এএফডব্লিউসি,পিএসসি।[3]

সংগঠন

  • ৬৯ ইনফেন্ট্রি ব্রিগেড
    • ১২তম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট
    • ১৮তম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট
    • ২৯তম ইনফেন্ট্রি রেজিমেন্ট
  • ৭ম ফিল্ড এ্যাম্বুলেন্স
  • ১০৩তম ব্রিগেড সিগন্যাল কোম্পানী
  • এসএসডি, বান্দরবান
  • ওএসপি -৩

শিক্ষা প্রতিষ্ঠান

অন্যান্য প্রতিষ্ঠান

  • নীলগিরি বেকারি
  • নীলাম্বরী
  • মেঘদূত গার্ডেন ক্যাফে
মেঘদূত গার্ডেন ক্যাফে, বান্দরবান

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Cantonment Locations"বাংলাদেশ সেনাবাহিনী। ২০১৫-০৬-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০৭-১১
  2. Humphreys, Phil (২০১৩-১২-০৬)। "Peace in our time?"ঢাকা ট্রিবিউন। ঢাকা। ২০১৫-০৭-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০৭-১১
  3. http://www.bbcpsc.edu.bd/governing-body

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.