বান্দরবান সদর উপজেলা

বান্দরবান সদর বাংলাদেশের বান্দরবান জেলার অন্তর্গত একটি উপজেলা

বান্দরবান সদর
উপজেলা
বান্দরবান সদর
বান্দরবান সদর
বাংলাদেশে বান্দরবান সদর উপজেলার অবস্থান
স্থানাঙ্ক: ২২°১৪′০″ উত্তর ৯২°১১′৪০″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাবান্দরবান জেলা
প্রতিষ্ঠাকাল১৯২৩
সংসদীয় আসন৩০০ পার্বত্য বান্দরবান
সরকার
  সংসদ সদস্যবীর বাহাদুর উশৈ সিং (বাংলাদেশ আওয়ামী লীগ)
আয়তন
  মোট৫০১.৯৮ বর্গকিমি (১৯৩.৮২ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট৮৮,২৮২
  জনঘনত্ব১৮০/বর্গকিমি (৪৬০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৪৯.৩%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৬০০
প্রশাসনিক
বিভাগের কোড
২০ ০৩ ১৪
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

অবস্থান ও আয়তন

বান্দরবান সদর উপজেলার আয়তন ৫০১.৯৮ বর্গ কিলোমিটার (১,২৪,০৪৩ একর)।[1]বান্দরবান জেলার সর্ব-উত্তরে ২১°৫৫´ থেকে ২২°২২´ উত্তর অক্ষাংশ এবং ৯২°০৮´ থেকে ৯২°২০´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে বান্দরবান সদর উপজেলার অবস্থান।[2] বান্দরবান জেলা সদর এ উপজেলায় অবস্থিত। এ উপজেলার উত্তরে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা, দক্ষিণে লামা উপজেলা, পূর্বে রোয়াংছড়ি উপজেলারুমা উপজেলা, পশ্চিমে চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলা, সাতকানিয়া উপজেলা, চন্দনাইশ উপজেলারাঙ্গুনিয়া উপজেলা

নামকরণ

বান্দরবান জেলার নামকরণ নিয়ে একটি কিংবদন্তি রয়েছে। এলাকার বাসিন্দাদের প্রচলিত রূপকথায় আছে, এ এলাকায় একসময় অসংখ্য বানর বাস করত। আর এই বানরগুলো শহরের প্রবেশমুখে ছড়ার পাড়ে পাহাড়ে প্রতিনিয়ত লবণ খেতে আসত। এক সময় অনবরত বৃষ্টির কারণে ছড়ার পানি বৃ্দ্ধি পাওয়ায় বানরের দল ছড়া পাড় হয়ে পাহাড়ে যেতে না পারায় একে অপরকে ধরে ধরে সারিবদ্ধভাবে ছড়া পাড় হয়। বানরের ছড়া পারাপারের এই দৃশ্য দেখতে পায় এই জনপদের মানুষ। এই সময় থেকে এই জায়গাটির পরিচিতি লাভ করে ম্যাঅকছি ছড়া নামে । অর্থাৎ মারমা ভাষায় ম্যাঅক অর্থ বানর আর ছি অর্থ বাঁধ। কালের প্রবাহে বাংলা ভাষাভাষির সাধারণ উচ্চারণে এই এলাকার নাম রুপ লাভ করে বান্দরবান হিসাবে। বর্তমানে সরকারি দলিল পত্রে বান্দরবান হিসাবে এই জেলার নাম স্থায়ী রুপ লাভ করেছে। তবে মারমা ভাষায় বান্দরবানের নাম রদ ক্যওচি ম্রো[3]

প্রশাসনিক এলাকা

১৯২৩ সালে বান্দরবান সদর থানা প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৩ সালে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ফলে বান্দরবান সদর উপজেলায় রূপান্তরিত হয়।[2] এ উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ৬টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ বান্দরবান সদর উপজেলার প্রশাসনিক কার্যক্রম বান্দরবান সদর থানার আওতাধীন।

পৌরসভা:
ইউনিয়নসমূহ:[3]

জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বান্দরবান সদর উপজেলার মোট জনসংখ্যা ৮৮,২৮২ জন। এর মধ্যে পুরুষ ৪৭,৬৮৭ জন এবং মহিলা ৪০,৫৯৫ জন। মোট পরিবার ১৮,৯৩৪টি।[1] মোট জনসংখ্যার ৪২.৪৯% মুসলিম, ৭.৭৬% হিন্দু, ৪২.৭৫% বৌদ্ধ, ৪.৪৭% খ্রিস্টান এবং ২.৫৩% অন্যান্য ধর্মাবলম্বী।[2] এ উপজেলায় মার্মা, চাকমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা প্রভৃতি উপজাতি নৃ-গোষ্ঠীর বসবাস রয়েছে।

শিক্ষা ব্যবস্থা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বান্দরবান সদর উপজেলার সাক্ষরতার হার ৪৯.৩%।[1] এ উপজেলায় ২টি সরকারি কলেজ, ১টি স্কুল এন্ড কলেজ, ১টি কারিগরী স্কুল এন্ড কলেজ, ১২টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি মাদ্রাসা, ৭টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ৭৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[2]

শিক্ষা প্রতিষ্ঠান

যোগাযোগ ব্যবস্থা

বান্দরবান সদর উপজেলায় যোগাযোগের প্রধান সড়ক হল চট্টগ্রাম-বান্দরবান মহাসড়ক ও চন্দ্রঘোনা-বান্দরবান সড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।

ধর্মীয় উপাসনালয়

বান্দরবান সদর উপজেলায় ১০১টি মসজিদ, ১০টি মন্দির, ৭০টি বিহার এবং ২২টি গীর্জা রয়েছে।[2]

নদ-নদী

বান্দরবান সদর উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে সাঙ্গু নদী[4]

হাট-বাজার

বান্দরবান সদর উপজেলার প্রধান হাট-বাজার হল বান্দরবান বাজার।[5]

দর্শনীয় স্থান

বান্দরবান সদর উপজেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[6]

উল্লেখযোগ্য ব্যক্তি

জনপ্রতিনিধি

সংসদীয় আসন
সংসদীয় আসন জাতীয় নির্বাচনী এলাকা[7] সংসদ সদস্য[8][9][10][11][12] রাজনৈতিক দল
৩০০ পার্বত্য বান্দরবান বান্দরবান জেলা বীর বাহাদুর উশৈ সিং বাংলাদেশ আওয়ামী লীগ
উপজেলা পরিষদ ও প্রশাসন
ক্রম নং পদবী নাম
০১ উপজেলা চেয়ারম্যান[13] আবদুল কুদ্দুছ
০২ ভাইস চেয়ারম্যান[14] মোহাম্মদ জামাল উদ্দীন চৌধুরী
০৩ মহিলা ভাইস চেয়ারম্যান[15] ওয়াইচিং প্রু
০৪ উপজেলা নির্বাহী কর্মকর্তা[16] শারমিন আকতার

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৯
  2. "বান্দরবান সদর উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org
  3. "এক নজরে বান্দরবান সদর - বান্দরবান সদর উপজেলা - বান্দরবান সদর উপজেলা"sadar.bandarban.gov.bd। ২ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৮
  4. "নদ নদী - বান্দরবান সদর উপজেলা - বান্দরবান সদর উপজেলা"sadar.bandarban.gov.bd। ৬ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৮
  5. "হাট বাজারের তালিকা - বান্দরবান সদর উপজেলা - বান্দরবান সদর উপজেলা"sadar.bandarban.gov.bd
  6. "দর্শনীয়স্থান - বান্দরবান সদর উপজেলা - বান্দরবান সদর উপজেলা"sadar.bandarban.gov.bd। ৬ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৮
  7. "Election Commission Bangladesh - Home page"www.ecs.org.bd
  8. "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯
  9. "সংসদ নির্বাচন ২০১৮ ফলাফল"বিবিসি বাংলা। ২৭ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮
  10. "একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল"প্রথম আলো। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮
  11. "জয় পেলেন যারা"দৈনিক আমাদের সময়। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮
  12. "আওয়ামী লীগের হ্যাটট্রিক জয়"সমকাল। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮
  13. "জনাব আব্দুল কুদ্দুছ - বান্দরবান সদর উপজেলা - বান্দরবান সদর উপজেলা"sadar.bandarban.gov.bd। ৬ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৮
  14. "জনাব মো: জামাল উদ্দিন চৌধুরী - বান্দরবান সদর উপজেলা - বান্দরবান সদর উপজেলা"sadar.bandarban.gov.bd। ৬ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৮
  15. "ওয়াইচিং প্রু - বান্দরবান সদর উপজেলা - বান্দরবান সদর উপজেলা"sadar.bandarban.gov.bd। ৬ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৮
  16. "উপজেলানির্বাহীঅফিসারতালিকা,বান্দরবানসদরউপজেলা - বান্দরবান সদর উপজেলা - বান্দরবান সদর উপজেলা"sadar.bandarban.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.